গিরগিটি

প্রথম প্রকাশঃ নভেম্বর ১৬, ২০১৫ সময়ঃ ১২:৪৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৪৬ অপরাহ্ণ

রাজীব মীর

razib

আজ্ঞে !
তোমরা যখন গে হও ,হও! রং কেন বদলাও আর
ওরা যখন কাজকাম করে তুমি আবার ঘুমাও
রাত তুমি এখানে,  চোখ মেলে চাও,তাকাও !
যার মনে কবিতা আছে,গাও!  ভেজা হৃদয়  শুকাও

তোমরা যখন কোপ খাও,ফাও! মরে মরে সাফ হও
আদর্শের ডামাডোলে দলে দলে উহাদের নাম লও
কিছু হলে লাল নীল রঙে শরীরটাকেও সাজাও
অনুভূতি রঙিন করে বিদেশের গানটা বাজাও

জীবনকে ভালোবেসে রাঙাও, শক্ত করে আগাও
সাহসটাকে লুকাও,যখন মন্ত্র পড়ো,জাগাও?
এদিকটায় জমছে না বলে,হুহ!  পরদেশে যাও
এদেশ ভেজাল ওদেশের ফাস্টফুড, হুলস্থূল খাও

ডাবের পানি ছেড়ে,বিজ্ঞাপনের জেরে পেপসি নাও
ওরা নাচে ওরা হাসে,  বাহ ! আমাদেরকেও নাচাও
রাতবিরেত ক্লাবে গিয়ে এদিক সেদিক ঝাঁকাও
রঙ পাল্টানো ভাল্লাগেনা দাদা, সত্যিকারের চেঁচাও

অধিকার ফেরি করে বেঁচো,  চোখটা একটু ফেরাও
আজ্ঞে !
মন খুলে রঙ ভুলে বাঁচো , আমাদেরকেও বাঁচাও!!!

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G