চারটি গ্র্যামি অ্যাওয়ার্ড পেলেন স্যাম স্মিথ

প্রথম প্রকাশঃ ফেব্রুয়ারি ১০, ২০১৫ সময়ঃ ১২:০১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:০৪ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

indexসঙ্গীতের অন্যতম সেরা ও সম্মানজনক পুরস্কার গ্র্যামি অ্যাওয়ার্ডের চারটি পুরস্কার একাই জিতে নিয়েছেন।

বছরের সেরা সংগীত ও সেরা নবাগত শিল্পীর পুরস্কার ছাড়াও তার ‘রেকর্ড অব দ্যা ইয়ার’ ও ‘বেস্ট পপ ভোকাল অ্যালবামের’ পুরস্কারও ঝুলিতে ভরেছেন।

একক শিল্লী হিসেবে ব্রিটেন ও যুক্তরাষ্ট্রে দশ লাখ অ্যালবাম বিক্রি হওয়ার জন্যও তাকে পুরস্কার দেওয়া হলো ।

এছাড়া ফ্যারেল উইলিয়ামস, বিয়েন্স নোলস এবং রোজ্যান ক্যাশ একটি করে পুরস্কার জিতেছেন।

এত কিছু যার একার ঝুলিতে ভাবছেন তিনি কে ? তিনি আর কেই নন ব্রিটেনের স্যাম স্মিথ । যদিও ম্যাডোনা, কেটি প্যারি, রিহানা, স্যার পল ম্যাকার্টনি সহ বিশ্বখ্যাত শিল্পীরা অনুষ্ঠানে গেয়েছেন কিন্তু রাতটা ছিল আসলে স্যাম স্মিথের।

অভিষেক অ্যালবাম ‘ইন দ্যা লোনলি আওয়ার’ রিলিজ পাওয়ার মাত্র নয় মাসের মধ্যে স্মিথ পপ সঙ্গীতের বড় তারকাদের মধ্যে তার নাম লিখিয়ে ফেললেন।

প্রসঙ্গত, বিশ্বব্যাপী সঙ্গীতের সবচেয়ে বড় পুরস্কার গ্র্যামি অ্যাওয়ার্ড ১৯৫৮ সালে আমেরিকায় প্রবর্তিত হয়।

প্রতিক্ষণ/এডি/আমিন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G