বিক্ষোভকারীদের (হংকং) উপর হামলায় জড়িত চীনা কূটনীতিক, যুক্তরাজ্যের এমপির অভিযোগ

প্রকাশঃ অক্টোবর ১৮, ২০২২ সময়ঃ ১১:০১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:০২ অপরাহ্ণ

চীনের অন্যতম সিনিয়র ইউকে কূটনীতিক রবিবার ম্যানচেস্টার কনস্যুলেটে বিক্ষোভকারীদের (হংকং) বিরুদ্ধে সহিংসতায় জড়িত ছিলেন বলে একজন ব্রিটিশ এমপি অভিযোগ করেছেন। বিসিবি নিউজে তা প্রকাশিত হয়েছে। বিট্রিশ অ্যালিসিয়া কার্নস হাউস অফ কমন্সে সংসদ সদস্যদের বলেছেন, “আমরা যা দেখেছি তা হল চীনা কনসাল-জেনারেল তখন পোস্টার ছিঁড়েন।” তিনি বলেন, সংসদে সংসদ সদস্যদের বিশেষাধিকার রয়েছে, তারা আইনি পদক্ষেপের ভয় ছাড়াই স্বাধীনভাবে কথা বলতে পারেন।

তবে ঝেং জিয়াউয়ানের কথিত জড়িত থাকার বিষয়ে চীন এখনও কোনো মন্তব্য করেনি। কিন্তু বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় কনস্যুলেট কর্মীদের রক্ষা করেছে। সরকারী চীনা ভিডিও ফুটেজ এবং পুলিশের বক্তব্যের সাথে রয়েছে যথেষ্ট বিরোধ। ভিডিওতে দেখা গেছে, একজন বিক্ষোভকারীকে কনস্যুলেটের গেটের ভেতর থেকে টেনে আনতে হয় অফিসারদের, কারণ তার ওপর হামলা হয়।

কার্নস এমপিদের বলেছেন, কনসাল-জেনারেল ঝেং জিয়াউয়ান প্ল্যাকার্ডগুলি ছিঁড়ে ফেলার পর একজন হংকংয়ের বিরুদ্ধে গুরুতর শারীরিক আঘাত করা হয়। যাদের মধ্যে একজনকে শান্তিপূর্ণ প্রতিবাদে অংশ নেওয়ার কারণে আঘাত করা হয় এবং তাকে পরে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

“অতপর কয়েকজনকে চীনা কমিউনিস্ট পার্টির (সিসিপি) সদস্য হিসাবে স্বীকৃতি দেওয়া কর্মকর্তাদের দ্বারা আরও মারধর করার জন্য কনস্যুলেট অঞ্চলে টেনে নিয়ে যাওয়া হয়েছিল। আমরা সিসিপিকে তাদের প্রতিবাদকারীদের মারধর, তাদের বাকস্বাধীনতাকে থামিয়ে দেয়া এবং ব্রিটিশ মাটিতে বারবার এ ধরনের কর্ম কান্ড করার অনুমতি দিতে পারি না।”

সূত্র : বিবিসি নিউজ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G