জঙ্গি হামলার আশঙ্কায় সেনা মোতায়েনের নির্দেশ

প্রকাশঃ মে ২৪, ২০১৭ সময়ঃ ১১:২৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:২৫ অপরাহ্ণ

ব্রিটেনে ম্যানচেস্টারে সোমবার রাতের হামলার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে আরও বড় ধরনের হামলার আশঙ্কা প্রকাশ করেছেন। সম্ভাব্য হামলা রুখতে নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করার জন্য সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন তিনি।

ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইলের এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে।

হামলার পর ব্রিটিশ সরকারের সংকট প্রতিহত কমিটির এক জরুরি বৈঠক করেন মে। বৈঠক শেষে টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে তিনি বলেন, ‘ম্যানচেস্টারের ঘটনায় চলমান তদন্তের ভিত্তিতে আমরা বুঝেছি, ব্রিটেনে এখন হামলার আশঙ্কা শুধু তীব্র নয়, সংকটপূর্ণ অবস্থায় পৌঁছেছে।’ ব্রিটিশ প্রধানমন্ত্রী আরো স্পষ্ট করে বলেন, আরেকটি হামলার আশঙ্কা এখন শুধু তীব্র নয় বরং তা অত্যাসন্ন।

মে জানান, পুলিশকে সহায়তা করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সেনাবাহিনী মোতায়েন করা হবে। এ ছাড়া সেনাসদস্যদের খেলাধুলা ও কনসার্টের মতো বিভিন্ন অনুষ্ঠানেও দায়িত্ব পালনে দেখা যাবে। এ সময় তারা পুলিশের অধীনে কাজ করবেন বলে জানান মে।

প্রধানমন্ত্রী থেরেসা মে বলেন, মঙ্গলবার নিরাপত্তা বাহিনীর সারাদিনের পর্যবেক্ষণ, এ ধরনের হামলা চালানোর জন্য আরো বহু ব্যক্তি প্রস্তুতি নিয়েছে । তারা প্রত্যেকে এককভাবে আলাদা আলাদা জায়গায় হামলার চেষ্টা করবে। মে দাবি করেন সাধারণ মানুষকে শুধু শুধু আতঙ্কিত করার ইচ্ছা তারসরকারের নেই ।

ব্রিটিশ প্রধানমন্ত্রী এক বিবৃতিতে বলেছেন, হামলাকারীর পরিচয় শনাক্তের ব্যাপারে যুক্তরাজ্যের পুলিশ এখনও আশাবাদী। পুলিশের পক্ষ থেকে জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে, কারও কাছে ঐ হামলার ফুটেজ থাকলে তারা যেন তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সরবরাহ করেন।

গত সোমবার রাতে ম্যানচেস্টারে একটি কনসার্টে বোমা হামলায় নিহত হন ২২ জন। আহত হয় কমপক্ষে ৫৯ জন। এখনো অনেকে নিখোঁজ রয়েছে। ঐ কনসার্টে অংশ নিয়েছিলেন মার্কিন সঙ্গীতশিল্পী আরিয়ানা গ্রান্ড। তবে হামলায় তাঁর কোনো ক্ষতি হয়নি। এদিকে হামলার পর দায় স্বীকার করে বার্তা দিয়েছে জঙ্গি সংগঠন তথাকথিত ইসলামিক স্টেট (আইএস)।

২০০৫ সালের ৭ জুলাই যুক্তরাজ্যে চালানো সন্ত্রাসী হামলার পর এটাই সবচেয়ে বড় ধরনের আত্মঘাতী হামলা। ২০০৫ সালের ঐ হামলায় ৫২ জনের প্রাণহানি ঘটেছিল।

প্রতিক্ষণ/এডি/সাই

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G