জাকির নায়েকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

প্রকাশঃ এপ্রিল ১৫, ২০১৭ সময়ঃ ৬:১৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:১৮ অপরাহ্ণ

ডা. জাকির নায়েক

আলোচিত ইসলামী বক্তা ডা. জাকির নায়েকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ভারতের এক আদালত। বারবার তলব করার পরও আদালতে হাজির না হওয়ায় আদালত এ পরোয়ানা জারি করে। খবর এনডিটিভি’র।

মুদ্রা পাচারের এক মামলায় বারবার তলবের পরও হাজির না হওয়ায় তার বিরুদ্ধে এ পরোয়ানা জারি হয় বলে জানিয়েছে আইএএনএস।

গত বছরের ডিসেম্বরে জাকির নায়েকের বিরুদ্ধে মুদ্রা পাচারের মামলাটি করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন ও জাকির নায়েকের পরিবারের সদস্যদের অ্যাকাউন্টে ‘অবৈধভাবে আসা’ ২০০ কোটি রুপি লেনদেনের ট্রানজেকশনের তথ্য পাওয়া গেছে।

জাকির নায়েক বিভিন্ন ভুয়া কোম্পানি খুলে তার মাধ্যমে ওই এনজিওর অ্যাকাউন্ট থেকে অর্থ স্থানান্তর করতেন।

এরপর গত বছরের ১৫ নভেম্বর ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করে ভারত সরকার।

জাকির নায়েক বর্তমানে সৌদি আরব রয়েছেন। গত বছর বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশানে হলি আর্টিজানে হামলায় ঘটনায় আলোচনায় আসেন জাকির নায়েক। নিহত দুই হামলাকারী তার অনুসারি বলে দাবি করা হয়।

এরপর ভারতে জঙ্গিবাদ উস্কে দেয়ার অভিযোগ এনে জাকির নায়েকের বিরুদ্ধে দায়ের মামলায় অভিযোগপত্র দাখিলের প্রায় এক মাস পর এই পরোয়ানা জারি করলেন আদালত।

গ্রেফতারি পরোয়ানার জবাবে জাকির নায়েক ভিডিও বার্তায় ভারতে ফেরার কথা নাকচ করে দিয়েছেন।

আইনশৃংখলা বাহিনী বলছে, ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি করেছে ভারত।

এখন বিচারিক কার্যক্রমে সহায়তার কথা বলে জাকির নায়েককে দেশে ফেরত পাঠাতে সৌদি আরবের সঙ্গেও যোগাযোগ করা হবে। তাকে ফেরতের অনুরোধ জানিয়ে সৌদি আরবকে চিঠি পাঠাবে দিল্লি।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G