জাতীয় নাট্যশালায় ‘বাংলার মাটি বাংলার জল’

প্রথম প্রকাশঃ ফেব্রুয়ারি ২৮, ২০১৫ সময়ঃ ১:২৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:২৮ অপরাহ্ণ

বিনোদন প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

banglar-matiরবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্নপত্র অবলম্বনে, সৈয়দ শামসুল হকের রচনা ও আতাউর রহমানের নির্দেশনায় ‘বাংলার মাটি বাংলার জল’ নাটকের ২৫তম প্রদর্শনী হবে।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় পালাকারের জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে হবে এটি। ‘বাংলার মাটি বাংলার জল’ এর সেট ডিজাইন ও কোরিওগ্রাফি করেছেন অনিকেত পাল বাবু।

আলোক প্রক্ষেপণ করেছেন নাসিরুল হক খোকন। সঙ্গীত নির্দেশনা দিয়েছেন অজয় দাশ। কস্টিউম ডিজাইন করেছেন লুসি তৃপ্তি গোমেজ। নির্দেশকের প্রধান সহায়ক হিসেবে কাজ করেছেন আমিনুর রহমান মুকুল।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাহরিয়ার খান রিন্টু, দোস্ত মোহাম্মদ নূরী শাহ, সেলিম হায়দার, ফাহমিদা মল্লিক শিশির, মোহাম্মদ আলী পারভেজ, লিয়াকত লিকু, ইউসুফুল হক শুভ, জাহিদ হাসান, রাশেদ খান মেনন, আরিফুল হক চঞ্চল, প্রণব দাশ বাবু, রনি খান, ইমরান হোসেন, রোদ, অরিত্র প্রমুখ।

প্রতিক্ষণ/এডি/সুমন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G