টিভিতে স্বাধীনতা দিবসের যত আয়োজন

প্রথম প্রকাশঃ মার্চ ২৬, ২০১৫ সময়ঃ ৯:৫৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৪৮ অপরাহ্ণ

ttt

এটিএন বাংলা

সংগীতানুষ্ঠান সূর্যোদয়ের গান
রাত ৮টায় এটিএন বাংলায় প্রচারিত হবে ফাগুন অডিও ভিশন নির্মিত বিশেষ সংগীতানুষ্ঠান সূর্যোদয়ের গান। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন- জনপ্রিয় অভিনেতা ও মুক্তিযোদ্ধা রাইসুল ইসলাম আসাদ। নির্মিত গানে অংশ নিয়েছেন- সাবিনা ইয়াসমিন, সৈয়দ আব্দুল হাদী, এ্যান্ড্রু কিশোর, কিরন চন্দ্র রায়, শাম্মী আক্তার, আইয়ুব বাচ্চু, প্রতিক হাসান ও নির্ঝর।

নাটক : পতাকা
স্বাধীনতা দিবসের বিশেষ নাটক পতাকা। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন ফেরদৌস হাসান। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- আহমেদ রুবেল, সুমাইয়া শিমু, সিরাজুল ইসলাম, ওয়ালিউল ইসলাম, ইরফান সাজ্জাদ, সান্তা, মাহফুজ, নূপুর, অনিক, অভি, বাদাল, অপু প্রমুখ। রাত ৮টা ৪৫ মিনিটে প্রচারিত হবে এ নাটকটি।

টেলিফিল্ম : ফিরে ফিরে ৭১
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানমালায় এটিএন বাংলায় প্রচারিত হবে টেলিফিল্ম ফিরে ফিরে ৭১। মঞ্জু সরকারের গল্পে টেলিফিল্মটির নাট্যরূপ দিয়েছেন মীর্জা রাকিব। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন- সাদেক সিদ্দিকী। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- শাহরিয়ার নাজিম জয়, ইশানা, গাজী রাকায়েত, অধরা চাহাত খুশবু, ওশান, আশরাফ কবীর, হান্নান শেলী, আবু সাঈদ খান, শিশু শিল্পী মাহী প্রমুখ। রাত ১১টায় প্রচারিত হবে এ টেলিফিল্মটি।

বাংলাভিশন

লাল সবুজের কাব্য
বাংলাভিশনে আজ বিকেল ৫টা ১০ মিনিটে প্রচার হবে শিশু-কিশোরদের অনুষ্ঠান ‘লাল সবুজের কাব্য’।

এতে থাকছে দেশ, মাটি ও মুক্তিযুদ্ধ নিয়ে একক গান, আবৃত্তি এবং নৃত্য। পাশাপাশি তাদের পরিবেশনায় রয়েছে লাল সবুজের কাব্য শিরোনামের দলীয় সঙ্গীত। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রফিকুল ইসলাম ফারুকী।

নাটকঃ ‘অবশিষ্ট বুলেট’

বাংলাভিশনে আজ রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে

নাটকের দৃশ্যে রিচি সোলায়মান ও মামুনুর রশীদ। মাহমুদ দিদারের রচনা ও পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন শাহাদাত হোসেন, মৌসুমী মৌ প্রমুখ।

চ্যানেল আই

রঙ তুলিতে মুক্তিযুদ্ধ
স্বাধীনতা দিবস উপলক্ষে আজ বিকেল ৩টা থেকে চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে দেশবরেণ্য চিত্রশিল্পীদের মিলন মেলা। তুলির রঙে শিল্পীরা জাগ্রত করবেন মুক্তিযুদ্ধের চেতনা ‘রঙ তুলিতে মুক্তিযুদ্ধ’ অনুষ্ঠানে।

চিত্রাঙ্কনের পাশাপাশি মূল মঞ্চে পরিবেশিত হবে রেজওয়ানা চৌধুরী বন্যার নেতৃত্বে সুরের ধারার শিল্পীদের পরিবেশনায় দেশাত্মবোধক গান, খ্যাতিমানদের কণ্ঠে কবিতা আবৃত্তি, বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ ইত্যাদি।

অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন আফজাল হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন আমীরুল ইসলাম ও শহিদুল আলম সাচ্চু।

একুশে টিভি

নাটকঃ ‘পালকি’

একুশে টিভিতে আজ রাত ১০টা ১০ মিনিটে প্রচার হবে নাটক ‘পালকি’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন হিমু আকরাম।

এতে অভিনয় করেছেন সজল, এ্যানি, ড. ইনামুল হক, লুৎফর রহমান জর্জ প্রমুখ।

এনটিভি

পাপেট নাটক : না পারি কি
সকাল ৬টা ৫৫ মিনিটে প্রচার হবে মুক্তিযুদ্ধভিত্তিক পাপেট নাটক না পারি কি। শিল্পী মোস্তফা মনোয়ারের পরিচালনায় নাটকটিতে শিশুদের জন্য দেশাত্ববোধক ও মুক্তিযুুদ্ধের চেতনা নির্ভর থিম নিয়ে সুন্দর একটি গল্প বলা হয়েছে।

বাংলা ছায়াছবি : হাঙর নদী গ্রেনেড
সকাল ৮টা ৪৫ মিনিটে প্রচারিত হবে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি হাঙর নদী গ্রেনেড। সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন চাষী নজরুল ইসলাম। এতে অভিনয় করেছেন- সোহেল রানা, সুচরিতা, অরুণা বিশ্বাস, ইমরান, শর্মিলী আহমেদ, রাজিব প্রমূখ।

সংগীতানুষ্ঠান : গানে গানে যুদ্ধ
দুপুর ১টায় প্রচারিত হবে বিশেষ সংগীতানুষ্ঠান গানে গানে যুদ্ধ। ১৯৭১ সালের মুুক্তিযুদ্ধ চলাকালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে যে সব উদ্দীপনা মূলক গান গাওয়া হতো সেই সব গান নিয়ে নির্মিত হয়েছে এ অনুষ্ঠানটি। সংগীত পরিবেশন করেছেন- লিজা, বাপ্পী, অপু, পরাণ, শশী প্রমুখ।

নাটক : মাহতাব আলীর গল্প
দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে নাটক মাহতাব আলীর গল্প। মুহাম্মদ জাফর ইকবালের গল্প অবলম্বনে নাটকটি পরিচালনা করেছেন আরিফ খান। নাটকটিতে অভিনয় করেছেন- হুমায়ূন ফরীদি, অপি করিম, শাহেদ প্রমূখ।

সংগীতানুষ্ঠান : এই দেশ এই মাটি
বিকাল ৫টা ৩০ মিনিটে প্রচার হবে দেশাত্ববোধক সংগীতানুষ্ঠান এই দেশ এই মাটি। ওয়াহিদুল ইসলাম শুভ্র’র প্রযোজনায় এই অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেছেন ব্যান্ডদল পার্থিব, ধারক, চ্যাপ্টার ওয়ান, জয় অ্যান্ড ফ্রেন্ডস এবং দ্য স্পেড।

নাটক : অবহন
রাত ৯টায় প্রচার হবে মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক অবহন। পান্থ শাহরিয়ারের রচনায় নাটকটি পরিচালনা করেছেন- নঈম ইমতিয়াজ নেয়ামূল। অভিনয় করেছেন- আরফান নিশো, অপর্ণা ঘোষ, ডায়না, শামসুল আলম বকুল প্রমূখ।

মাছরাঙা

টেলিফিল্ম :গুডবাই কমান্ডার
স্বাধীনতা দিবস উপলক্ষে মাছরাঙা টেলিভিশনে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে প্রচারিত হবে টেলিফিল্ম গুডবাই কমান্ডার। আবুল হোসেন খোকনের রচনা ও পরিচালনায় এর চিত্রনাট্য ও সংলাপ করেছেন মাজহারুল হক পিন্টু। অভিনয় করেছেন- আজাদ আবুল কালাম, মৌসুমী নাগ, সাইদ বাবু, অশোক ব্যাপারী প্রমুখ।

নৃত্যানুষ্ঠান :স্বাধীনতা তুমি
রাত ৯টা ২০ মিনিটে সম্প্রচারিত হবে নৃত্যানুষ্ঠান স্বাধীনতা তুমি। এতে স্বাধীনতা ও দেশাত্মবোধক বিভিন্ন গানের সঙ্গে নৃত্য পরিবেশন করবেন শিল্পীরা।

গানের আসর : তোমায় গান শোনাবো
রাত ১১ টায় প্রচারিত হবে বৈঠকী গানের আয়োজন তোমায় গান শোনাবো। এতে গান পরিবেশন করবেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী তিমির নন্দী। কৌশিক শংকর দাশের উপস্থাপনায় দর্শকরা টেলিফোনে সরাসরি গানের অনুরোধ করতে পারবেন।

জিটিভি

স্বাধীনতা আমার
জিটিভিতে আজ সন্ধ্যা ৬ টায় প্রচার হবে মুক্তিযুদ্ধকালীন নানা ঘটনা
নিয়ে গল্প, আড্ডা, আবৃত্তি ও গানের অনুষ্ঠান ‘স্বাধীনতা আমার’। কবি আসাদ চৌধুরীর সঞ্চালনায় এতে আবৃত্তি ও গান পরিবেশন করবেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের দুই শিল্পী শাহীন সামাদ ও আশরাফুল আলম।

আরটিভি

শুক্লপক্ষের আহ্বান
আরটিভিতে আজ রাত ৮টা ২০ মিনিটে প্রচার হবে নাটক ‘শুক্লপক্ষের আহ্বান’। মেজবাহ উদ্দীন সুমনের রচনায় এটি পরিচালনা করেছেন হাবিব মাসুদ। অভিনয়ে নিশো, অপর্ণা, মিনু, আবদুল্লাহ রানা প্রমুখ।

১৯৭১ সালে পাকিস্তানিদের হাতে মারা যায় লতার মা-বাবা। লাশের স্তূপ থেকে শিশুকন্যা লতাকে কুড়িয়ে পায় দফাদার শেখ। লতাকে তিনি তুলে দেন নিঃসন্তান জমির মুন্সির কাছে। নিজের মেয়ের মতো লতাকে লালন-পালন করে বড় করেন। প্রেমিক মাসুদের সঙ্গে বিয়ে ঠিক হয় লতার। তখনই একজন আবিষ্কার করেন লতার জন্ম পরিচয়।

এসএ টিভি

নাটক: ‘মুহূর্ত’

‘মুহূর্ত’ নাটকের দৃশ্যে সোহানা সাবা। মাসুদ হাসানের রচনা ও পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন নিশো। নাটকটি আজ রাত ৯টায় এসএ টিভিতে প্রচার হবে

চ্যানেল নাইন

‘অন্তরাল’ নাটকের দৃশ্যে রাইসুল ইসলাম আসাদ ও সজল। রচনায় রুম্মান রশীদ, পরিচালনায় নুজহাত আলভী আহমেদ। চ্যানেল নাইনে আজ রাত ৮টা ৪৫ মিনিটে প্রচার হবে এটি

প্রতিক্ষণ/এডি/আরিফ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G