তরুণ-তরুণীর শীত পোশাক

প্রকাশঃ ডিসেম্বর ৮, ২০১৫ সময়ঃ ৮:১৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৩৩ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

ঋতু পরিক্রমায়কোট শীতের আগমনী ঘন্টা কুয়াশার আড়ালে ঝাপসা আলোয় মনের আঙিনায় বেজে চলেছে। প্রকৃতির পরিবর্তনের পাশাপাশি আমাদের অনুভূতিতেও এর ছোঁয়া লেগেছে । এই অনুভূতিকে আয়েশে পরিণত করতে উষ্ণতার বিকল্প নেই। তবে বর্তমান সময়ের তরুণ-তরুণীরা প্রাচ্য-পাশ্চাত্যের এক মিশ্র মিশেলে পোশাক পড়তে পছন্দ করে।

এসময় নিত্যনতুন ফ্যাশনের সাথে সাথে ভিন্নমাত্রার ফ্যাশনের মিশ্রণ ঘটানোর সুযোগ পায় তারা। ফ্যাশনের মানদন্ড বিচারের ক্ষেত্রে তরুণদের কাছে উষ্ণতা এবং আরাম দুটোই সমানভাবে বিবেচিত হয় এই ঋতুতে। 

মেয়েদের শীত পোশাক: এই বিবেচনায় পশ্চিমা ধাচকে মাথায় রেখে তৈরি করা হয়েছে শীতপোশাক। বিশেষ কNobel_01রে মেয়েদের সোয়েটার। দৈর্ঘ্য একটু বেশি ও স্ট্রাইপ সোয়েটার এবার বেশি চলছে। সোয়েটারের গলায় ওভারফ্লিপ ডিজাইন ব্যবহার করা হয়েছে। টি-শার্ট ও শার্টের ওপর পড়ার জন্য হাতাকাটা সোয়েটার মানানসই। মধ্যে কুচি দেওয়া, চুড়িদার হাতা তরুণীদের পছন্দ। এবার সম্পূর্ণ আঁটসাট নয় বরং একটু ঘের দেওয়া, ঢোলা শীত পোশাকের বেশ চল লক্ষ্য করা যাচ্ছে । তবে সোজা কাটের প্যান্ট বা জিন্সের সঙ্গে পড়তে পারেন ব্লেজার ও কোট।

ছেলেদের শীত পোশাক: ছেলেদের শীত পোশাকে বরাবরের মতো এবারও জনপ্রিয় জ্যাকেট। ফ্লিস কাপড়ের নানা রঙের জ্যাকেট পড়ছে তরুণরা। কালো, গাঢ় মেরুনের পাশাপাশি কালো-হলুদের মিশ্রণ, সবুজাভ রঙের চামড়ার জ্যাকেট চলছে বেশি। তবে এসব জ্যাকেট কিনতে ডিজাইনকে বেশি গুরুত্ব দিচ্ছে তরুণরা। হাইনেক ও হুডি জ্যাকেটে নজর কাড়শীত পোশাকতে বাড়তি পকেট যুক্ত করা হয়েছে। দুই স্তরবিশিষ্ট চামড়ার জ্যাকেটও কিনছেন অনেকে। অফিস মানেই স্যুট-কোট পড়তে হবে, তা নয়। ফুলহাতা শার্ট-টাই সঙ্গে সোয়েটারও পড়তে পারেন এই মৌসুমে। তবে ব্লেজার বা কোট পড়ার সময় শরীরের গঠন ও মুখের গড়ন বিবেচনায় রাখতে হবে। না হলে তা শরীরের সঙ্গে মানানসই নাও হতে পারে। এক্ষেত্রে উচ্চতা কম হলে স্ট্রাইপ ব্লেজার পড়া ভালো। এভাবেই এ বছর শীত পোশাকের ধরন নিয়ে জানালেন ডিজাইনার তমাল আহমেদ। 

এছাড়া,রাজধানীর বিভিন্ন দোকানে মিলবে নানা ধরনের শাল। দেশি-বিদেশিএসব শালের মধ্যে ছেলে ও মেয়েদের জন্য রয়েছে আলাদা নকশা। নিউমার্কেট এলাকার ব্যবসায়ী লিটন বলেন, ছেলেরা এক রঙের সাদামাটা শালই বেশি পছন্দ করেন। কেউ কেউ আবার নানা ধরনেরকবিতা বা উক্তি লেখা শাল নেন। কিন্তু মেয়েরা পছন্দ করেন ফুল, পাখির নকশা বা বিভিন্ন রঙের সুতায়নকশা করা শাল।

বিপণীবিতানগুলোকে মেয়েদের শীতপোশাক পাবেন ৪৫০-৯৫০ টাকায়। আর ছেলেদের শীতের পোশাকের দাম পড়বে১২০০-৮০০০ টাকার মধ্যে। একটু ঘুরে ও দরদাম করে কিনলে ২০০-২৫০০ টাকায় আপনার পছন্দের শীতের ফ্যাশনেবল পোশাকটি কিনতে পারবেন। কিছুটা কম দামে শীতের ফ্যাশনেবল পোশাক কিনতে পারেন ঢাকার বদরুদ্দোজা সুপার মার্কেট ওবঙ্গবাজার থেকে।

 

প্রতিক্ষণ/এডি/জেডএমলি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G