দেশজুড়ে আকাশে রহস্যময় বস্তুর আলো-কৌতূহল!

প্রকাশঃ ডিসেম্বর ১৬, ২০২২ সময়ঃ ১২:৩৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৩৬ অপরাহ্ণ

জাতীয় ডেস্ক

দেশ জুড়ে বিভিন্ন জায়গায় রাতের আকাশে দ্রুতগতির কিছু আলোর বিন্দু বা তারার মতো কিছু চলাচল করতে দেখা গেছে। যার কিছু কম গতিসম্পন্ন, কিছু মাঝারি, কিছু বেশ দ্রুতগতিসম্পন্ন, কিছু আবার বেশ রহস্যময়।

মহাকাশপ্রেমী ও মহাকাশপ্রযুক্তি উৎসাহীদের মাঝে কৌতুহল সৃষ্টি হয়েছে। বিস্তারিত এখনো জানা যায়নি।

উড়োজাহাজ চেনা সবচেয়ে সহজ। সাধারণত যেসব বস্তুর আলোটি/আলোগুলি জ্বলা-নেভা করতে থাকে সেগুলি উড়োজাহাজ। বেশিরভাগ সময় এদের একাধিক আলো থাকে এবং তাদের নানারকম রঙও হয়। তবে অনেকসময় এদের চিনতে সমস্যা হয় কারণ অনেক উঁচু দিয়ে উড়ে গেলে ইঞ্জিনের শব্দ প্রায় শোনাই যায় না।

এছাড়াও ছোটমাপের বায়ুযান যেমন ড্রোন ইত্যাদিও কারও চোখে পড়ে যেতে পারে। কিন্তু যেটা দেখা গেছে সেটা এখনো অজানা।

এ ব্যাপারে সাতক্ষীরা আবহাওয়া অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন বলেন, মেঘ ও সূর্যের রশ্মির ফলে এমন আলোক রশ্মি দেখা দিয়েছে। এটা আতঙ্কে উঠার মত কোন কিছু না। বিষয়টি নিয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করেন তিনি।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G