‘‘ দেশপ্রেম থাকলে এটা করা উচিত না ’’

প্রথম প্রকাশঃ ডিসেম্বর ৮, ২০১৫ সময়ঃ ৬:৪৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:২৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

shakib-khan-বাংলাদেশ চলচ্চিত্রে বর্তমান কিং খান নামে পরিচিত শাকিব খান। সম্প্রতি মিডিয়াকে দেওয়া এক সাক্ষাতে শাকিব বলেন,

আমি আমার মতো করেই ইন্ডাস্ট্রি বান্ধব কাজ করছি। আমি আজ যদি ব্যক্তিগতভাবে শুধু নিজের চিন্তা করে ছবি নেওয়া শুরু করি তাহলে এদেশে ফিল্ম ইন্ডাস্ট্রি বলে কিছু থাকবে না। তবে আমি নিজেও কিছু বুঝি না, আমাদের দেশে কি নায়কের অভাব পড়েছে। আমি আমার কথা বলছি না, কিন্তু টানা কয়েকটি যৌথ নামের ছবিতে কোনো নায়কই নেই আমাদের নিজের দেশের। এর কারণ কি? এছাড়া এখন নাকি প্রায় ছবিতেই গানের কাজ কলকাতার সঙ্গীত পরিচালকদের দিয়ে না করালে চলে না। কিন্তু আমার প্রশ্ন, কই! তাদের গান কি একটাও হিট হয়েছে? তবে কেন এই প্রবণতা?
এছাড়া সাম্প্রতিক কাজ নিয়ে বললেন,

‘গত বছর আমার পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনিতে আমাদের দেশের শিল্পী চন্দন সিনহা’র গানটিই সর্বমহলে জনপ্রিয়তা পায়। আমাদের এবারে প্রেম কাহিনি টু-তেও তিনি একটি অসাধারণ গান গেয়েছেন। আমরা তো কোনো ধরনের দ্বিধায় ভুগছি না যে, ওপার বাংলার নায়ক বা গায়ক না আনলে সাফল্য আসবে না। এসবই একটা বাজে তত্ত্ব। আমি মনে করি নিজের ভেতরে ন্যূনতম দেশপ্রেম থাকলে এটা করা উচিত না। আমি যৌথ প্রযোজনার বিরুদ্ধে নই, কিন্তু তা নীতিমালা মেনে তৈরি হোক। আর কত আমরা নিজেরা নিজেদেরকে লজ্জা দেবো!

প্রতিক্ষণ/এডি/এস. আর. এস

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G