নজরুলকে আমরা সম্মান দিতে পারিনি

প্রকাশঃ মে ২৫, ২০১৭ সময়ঃ ১২:২৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:২৮ অপরাহ্ণ

নির্ঝর আহমেদ প্লাবন:

বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি জনগণের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে। যিনি ঘুনেধরা সমাজকে বদলে দিয়ে যুগোপযোগী ও আধুনিক মননশীল সমাজ গঠনের স্বপ্ন দেখেছিলেন। আমরা জানি নজরুল বাংলাদেশের জাতীয় কবি । এই তথ্যটি ভুল। বাংলাদেশের কোনো জাতীয় কবি নেই। বাংলাদেশের জনগণ নজরুলকে জাতীয় কবি হিসেবে মানলেও বাংলাদেশের কোনো সরকারই নজরুলকে জাতীয় কবি হিসেবে মানেন নি। এমনকি তাঁরা নজরুলকে জাতীয় কবি হিসেবে স্বীকৃতি দেওয়ার সাহস পর্যন্ত অর্জন করতে পারেন নি। অথচ সকল দলই নজরুলকে নিয়ে রাজনীতির মাঠ গরম করেছেন। অসংখ্য মানুষ নজরুলকে নিয়ে ব্যবসা করেছে এখনও করছে।

কিছু ব্যাক্তি আবার নিজের প্রচার বাড়ানোর জন্য নজরুলকে নিয়ে বড় বড় উক্তি করছে। যখন প্রচার পেয়ে যাচ্ছে তখন নজরুলকে হেয় করে কথা বলতেও তাদের কলম ও মুখ কোনোটাই আটকাচ্ছে না। এমন অসংখ্য মানুষকে আমি চিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক থেকে শুরু করে সুপ্রিম কোর্টের আইনজীবী পর্যন্ত এই তালিকায় আছে। আবার এমন কিছু সংগঠনের জন্ম হয়েছে যারা নজরুলকে একান্ত তাদের বলে দাবি করতে বিন্দুমাত্রও দ্বিধা করছে না। কিছু ব্যাক্তিও আছে যারা মনে করে তারা নজরুলকে কিনে নিয়েছে। অথচ এসব কূপমণ্ডুক এবং কুলাঙ্গারদের বিরুদ্ধে নজরুলের মুখ ও কলম দু’টোই সোচ্চার ছিলো। নজরুল সকল কালের , সকল মানুষের। দেশ-কাল-ধর্মসীমাকে অতিক্রম করে তিনি মানবতার জয়গানে মুখরিত হয়েছিলেন।

যাইহোক নজরুল এদেশের অধিকার হারানো মানুষদের জাতীয় কবি। লাঞ্চিত-বঞ্চিত-নিগৃহীত-নিষ্পেষিত মানুষের অন্তর্বেদনা তিনি তাঁর কাব্যে রূপায়ণ করেছেন। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্নে তিনি সব সময় বিভোর থাকতেন। তাঁর কবিতা-গান-গল্প-উপন্যাস-প্রবন্ধ-ভাষণ সব কিছু্ই ছিলো জাতিকে জাগানোর জয়গানে মুখরিত। নজরুল আমাদের জাতীয় জাগরণের প্রধান পুরোহিত। নজরুলকে ছাড়া বাঙ্গালি জাতি তার অস্ত্বিত্ব প্রমাণ করতে পারে না। সুতরাং সরকারের কাছে বিনীত আহবান এবং আবেদন জানাই নজরুলকে সাংবিধানিকভাবে বাংলাদেশের জাতীয় কবি করার জন্য।

জয়তু নজরুল ।

সবাইকে নজরুলীয় শুভেচ্ছা।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G