ঈদের নাটকে ফেরদৌসি মজুমদার

প্রথম প্রকাশঃ জুন ১০, ২০১৫ সময়ঃ ৫:৫২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:০১ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

fardoseপ্রতাপশালী বাংলাদেশী অভিনেত্রী ফেরদৌসী মজুমদার। স্বাধীনতা উত্তরকালে টিভি ও মঞ্চে সমান সফলতার সাথে অভিনয় করে আসছেন। ধারাবাহিক নাটক সংশপ্তকে হুরমতি চরিত্রে অভিনয় করে তিনি বিপুল প্রশংসা লাভ করেন।

যদিও টিভি নাটকে খুব বেশি একটা দেখা যায় না তাকে। সম্প্রতি ঈদের জন্য নির্মিত একটি নাটকে অভিনয় করলেন তিনি। নাম ‘মাকে আমার পড়েনা মনে’। রচনা কামরুল হাসান, পরিচালনা শিমুল সরকার।

একজন মায়ের জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটকটি। ফেরদৌসি মজুমদার বলেন, ‘অনেক দিন পর একটা ভালো গল্পের নাটকে কাজ করলাম। এর গল্প খুব ছোট হলেও ঘটনা নিয়ে এর ব্যাপ্তি বিশাল। আজকাল সুবচন তো নির্বাসনেই গেছে। এই নাটকের হাত ধরে বাংলা নাটকে সুবচন ফিরে আসুক এটাই প্রত্যাশা।

নাটকে তার স্বামীর ভূমিকায় অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম। আরও অভিনয় করেছেন খালেদা আক্তার কল্পনা, শবনম ফারিয়া, শামীমা তুষ্টি, সাবি্বর আহমেদ, বীথি রানী সরকার, আরজে সায়েম, আহসান কবির, তারিক স্বপন প্রমুখ। ‘মাকে আমার পড়েনা মনে’ নাটকটি আসছে রোজার ঈদে বিটিভিতে প্রচার হবে, জানিয়েছেন পরিচালক।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G