নেহলিনের দেখা স্বপ্নটি আসলেই দু:স্বপ্ন ছিল

প্রকাশঃ আগস্ট ১১, ২০১৬ সময়ঃ ১১:৫০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:০৭ পূর্বাহ্ণ

শারমিন আকতার:

nehlin-1

মানুষের জীবনে এমন অনেক কিছুই থাকে যার কোনো ব্যাখ্যা হতে পারে না। স্বপ্ন তেমনই এক বিষয়, যা আমাদের বিশ্বাস-অবিশ্বাসের মাঝামাঝি বিরাজমান। কিন্তু স্বপ্নে দেখা অজানা রহস্য নিয়ে আমরা ভাবি, অবাক হই। কিন্তু কোনো সঠিক উত্তর খুঁজে পায় না। ঠিক তেমনি নেহলিনও খুঁজে পায়নি তার স্বপ্নের ব্যাখ্যা। কিন্তু আমরা কি পেয়েছি তার উত্তর?

nehlin-3

ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্রী কাজী নেহলিন তার ফেইসবুক স্টেটাসে বলেন, গত কয়েকদিন ধরে তিনি একটি স্বপ্ন দেখছিলেন।

উল্লেখ্য, এই ছাত্রীই বিশ্ববিদ্যালয় থেকে ফেরার পথে বৃহস্পতিবার মর্মান্তিক এক বাস-ট্রাক সংঘর্ষে মারা গেছেন৷ বাস দুর্ঘটনাটি ঘটবার কিছুক্ষণ আগে মেয়েটি ওর মাকে ফোন করে বলে,‘মা, আমার খুব ভয় লাগছে। গাড়ি কেমন উল্টাপাল্টা চালাচ্ছে। তুমি দোয়া কোরো’। একটু পরই বাসটিকে সজোড়ে আঘাত করে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক। আর এরই আঘাতে মারা যায় নেহলিন।

কয়েকদিন আগে দেওয়া নেহলিনের ফেইবুক স্টেটাসটিতে অদ্ভূত এক স্বপ্নের কথা বলেছিল সে। আমরা তা হুবহু তুলে দিলাম।

‘কতদিন ধরে আমি খালি আমার বহুল প্রত্যাশিত জিনিসগুলো পেয়ে গেসি এমন স্বপ্ন দেখতেছি আর ঘুম থেকে উঠে যখন দেখি যে ঐই টা স্বপ্ন ছিলো তখন মনটা আসলে ই অনেক খারাপ হয়৷ ইশ মানুষের জীবনটা যদি আসলেই স্বপ্নের মত হত’!!!

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G