ন্যাম ফ্ল্যাট ছাড়তে ৪৭ এমপিকে নির্দেশ

প্রকাশঃ মে ৩, ২০১৭ সময়ঃ ৬:১৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:১৭ অপরাহ্ণ

নিজের নামে বরাদ্দ নিয়ে সেখানে অন্যদের থাকতে দেয়ায় সংসদ সদস্যদের (এমপি) বসবাসের অত্যন্ত ৪৭টি ফ্ল্যাট ছাড়ার নির্দেশ দিয়েছে সংসদীয় কমিটি।

বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির ১১তম বৈঠক শেষে গণমাধ্যমকে এ তথ্য জানান কমিটির সভাপতি ও জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ।

চিফ হুইপ বলেন, ন্যাম ফ্ল্যাটে ৪৭ সংসদ সদস্য না থেকে তাদের আত্মীয়-স্বজন কিংবা গাড়ির ড্রাইভাররা সেখানে অবস্থান করছেন। কারও ফ্ল্যাটে কেউ থাকেনও না। এ জন্য ফ্ল্যাটগুলো ছাড়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

আগামী সাত দিনের মধ্যে তাদের এ বিষয়ে জানানোর জন্য বলা হয়েছে। এর আগেও ফ্ল্যাটগুলো ছাড়ার নির্দেশ দেয়া হয়। সে অনুযায়ী মাত্র চারজন ফ্ল্যাট হস্তান্তর করেন।

প্রধান হুইপ বলেন, সবার জবাব পাওয়ার পর প্রয়োজনে স্পিকার মহোদয়ের নেতৃত্বে তাদের ডাকা হবে। কমিটি সরেজমিনে পরিদর্শনেও যাবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনার পর প্রত্যেকেরই নিজের থেকে ফ্ল্যাট ছেড়ে দেওয়া উচিত। আমরা আশা করি, সবাই তা করবেন।

উল্লেখ্য: এমপিদের জন্য ২৯২টি ফ্ল্যাট বরাদ্দ দেয় সংসদ সচিবালয়। এক হাজার ৮০০ বর্গফুটের ফ্ল্যাটের মাসিক ভাড়া ৬০০ টাকা এবং এক হাজার ২০০ বর্গফুট ফ্ল্যাটের মাসিক ভাড়া ৪০০ টাকা। এ নিয়ে একাধিকবার তদন্ত করে সংসদীয় কমিটি। পরে কমিটি ঐসব ফ্ল্যাট ছাড়ার নির্দেশ দিলেও কেউ তা ছাড়েননি।

গত ১৫ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক অনুষ্ঠানে হুঁশিয়ারি দেন, যে সংসদ সদস্যরা তাদের ন্যাম ফ্ল্যাটে থাকেন না তাদের বরাদ্দ বাতিল করা জন্য। এরপর বিষয়টি নিয়ে তোড়জোড় শুরু করে সংসদ কমিটি।

শেখ হাসিনা এর আগেও দলীয় বৈঠক এবং সংসদীয় দলের বৈঠকে একাধিকবার এ বিষয়ে হুঁশিয়ারি দিয়েছেন, যদিও তাতে ফল হয়নি।

আ স ম ফিরোজের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য বিরোধী দলীয় প্রধান হুইপ মো. তাজুল ইসলাম চৌধুরী, আব্দুস শহীদ, নূর-ই-আলম চৌধুরী, হুইপ মাহাবুব আরা বেগম গিনি, পঞ্চানন বিশ্বাস, খালিদ মাহমুদ চৌধুরী, মো. আসলামুল হক এবং তালুকদার মো. ইউনুস বৈঠকে অংশ নেন।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G