পরিবেশই ক্যান্সারে আক্রান্ত হওয়ার মূল কারণ

প্রকাশঃ ডিসেম্বর ১৭, ২০১৫ সময়ঃ ৫:২৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:০৬ পূর্বাহ্ণ

cancerবেশিরভাগ ক্ষেত্রেই ক্যান্সারে আক্রান্ত হওয়ার কারণ পরিবেশগত। দি জার্নাল নেচার-এ প্রকাশিত এক গবেষণার প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে ।

‘দি জার্নাল নেচার’ এ প্রকাশিত প্রতিবেদনে বলা হচ্ছে মাত্র ১০-৩০ শতাংশ ক্যান্সার শরীরের স্বাভাবিক কর্মকাণ্ডের ওপর নির্ভর করে যেটাকে অনেকে দুর্ভাগ্য বলে অভিহিত করে। বিশেষজ্ঞরা বলছেন এই গবেষণা অনেকটাই বিশ্বাসযোগ্য।

বিতর্ক ছিল এসব ক্ষেত্রে কোনটা বেশি ভূমিকা রাখে শরীরের সহজাত উপাদান নাকি বাহ্যিক উপাদান। নিউইয়র্কের স্টোনি ব্রুক ক্যান্সার সেন্টারের একদল চিকিৎসক বিভিন্ন দিক থেকে এই সমস্যার কারণ খোঁজার চেষ্টা করেছেন। তারা বলছেন ক্রমাগতভাবে তারা ফলাফলে দেখতে পেয়েছেন ৭০-৯০ শতাংশ ঝুঁকি তৈরি হচ্ছে বাহ্যিক উপাদান থেকে।

ডা. ইউসুফ হাননুন যিনি স্টোনি ব্রুক এর পরিচালক বলেছিলেন “ বাহ্যিক উপাদান বড় ভূমিকা রাখছে, মানুষ এখন এটাকে দুর্ভাগ্য বলে এড়িয়ে যেতে পারে না। তারা ধূমপান করবে এবং ক্যান্সার হলে ভাগ্যের দোষ দেবে সেটা করতে পারবে না”। তবে এখনো পরিবেশগত বা বাহ্যিক সব কারণগুলো শনাক্ত করা যায়নি।

ক্যান্সার রিসার্চ ইউকে-এর ডা. এমা স্মিথ বলেছেন “ধূমপান না করা, সঠিক ওজন ধরে রাখা, সুষম খাবার খাওয়া এবং অ্যালকোহলের মাত্রা কমিয়ে আনলেই ক্যান্সার হবে না এটা নিশ্চিত করা যায় না। তবে এগুলো করলে এই রোগের ঝুঁকি নাটকীয়ভাবে কমিয়ে আনতে পারে”।

তবে এখনো পরিবেশগত বা বাহ্যিক সব কারণগুলো শনাক্ত করা যায়নি।

 

প্রতিক্ষণ/এডি/জেবিএম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G