পাকিস্তানের নিষিদ্ধ ‘জয়ল্যান্ড’ কলকাতায়, তাই লম্বা লাইন

প্রথম প্রকাশঃ ডিসেম্বর ২১, ২০২২ সময়ঃ ৫:০৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:০৬ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্ক

বাংলাদেশের ‘হাওয়া’ তো আর কলকাতায় সিনেমা হলে দেখানো হচ্ছে না। তা হলে এতো লম্বা লাইন কেন? এর মুল কারণ হচ্ছে কলকাতার নন্দন ১-এ বিকেল সাড়ে চারটে নাগাদ দেখানো হয় পাকিস্তানের নিষিদ্ধ ছবি ‘জয়ল্যান্ড’।

২৮তম কলকাতা চলচ্চিত্র উৎসবে মঙ্গলবার সকাল থেকেই নন্দনে ভিড় কম। কিন্তু বিকেল হতেই ভাঙল ভুল। নন্দনের মূল ভবনের সামনে সিনেপ্রেমীদের দীর্ঘ লাইন শিশির মঞ্চ অতিক্রম করেছে। এমনটা কলকাতার আনন্দবাজার পত্রিকা প্রচার করছে।

২০২২ সালের কান চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি সম্মান ছিনিয়ে নেয় সাঈম সাদিক পরিচালিত ‘জয়ল্যান্ড’। পুরুষতান্ত্রিক সমাজে নারী স্বাধীনতার পাশাপাশি রূপান্তরকামীদের অধিকারের স্বপক্ষে কথা বলে এই ছবি। পাকিস্তানের হয়ে ছবিটি আগামী বছর অস্কারে সেরা আন্তর্জাতিক ছবি বিভাগে লড়বে।

মজার বিষয়, অস্কারে মনোনিত হওয়ার পরও পাকিস্তানে কিন্তু ছবিটির প্রদর্শনের উপর নেমে এসেছে নিষেধাজ্ঞা।

কুলকাতার নন্দন সিনেমা হলে দর্শকরা ছবিটি দেখার জন্য কয়েক ঘণ্টা লাইন দেয়। ভিড় নিয়ন্ত্রণ করতে মোতায়েন করা হয় পুলিশ। দর্শকদের আসন ভরে যাওয়ার পর বন্ধ করে দেওয়া হয় প্রেক্ষাগৃহের মূল প্রবেশ গেইট। যা নিয়ে সিনেপ্রেমীদের একাংশ ক্ষোভ প্রকাশ করেন।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G