পুঁজিবাজারে উল্টো চিত্র

প্রকাশঃ জুন ৪, ২০১৫ সময়ঃ ৪:২৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:২৩ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

Stocks জাতীয় সংসদে ২০১৫-১৬ অর্থবছরে বাজেট উত্থাপনের দিনে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন আগের দিনের চেয়ে ২২৫ কোটি টাকা কমেছে।

তবে ডিএসই’র উল্টো চিত্র দেখা গেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। এদিন সিএসইতে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।

বিশ্লেষণে দেখা গেছে, ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪ দশমিক ৫৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৯১ দশমিক ৪২ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএস ৩০ সূচক ৭ দশমিক ২৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৬৫ দশমিক ১৮ পয়েন্টে এবং ডিএসইএস শরীয়াহ সূচক ৪ দশমিক ২৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১৭ দশমিক ৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪৯৯ কোটি ২৫ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ২২৫ কোটি টাকা কম।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ১৭ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৬২০ দশমিক ৮২ পয়েন্টে অবস্থান করছে।

এছাড়া সিএএসপিআই সূচক ৩৩ দশমিক ১৫ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ১৯০ দশমিক ৮৬ পয়েন্টে এবং সিএসআই শরীয়াহ সূচক ১ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ১ দশমিক ৬৪ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে সিএসই ৫০ সূচক শূন্য পয়েন্ট কমে ১ হাজার ২৯ দশমিক ১৭ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ২৫ দশমিক ৫১ পয়েন্ট কমে ১১ হাজার ১৪৬ দশমিক ৫৪ পয়েন্টে হয়েছে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ১০১ কোটি ১১ লাখ টাকা। লেনদেন হওয়া ২২৭টি কোম্পানির মধ্যে বেড়েছে ৮১টি, কমেছে ১১৬টি এবং অপরিবর্তিত আছে ৩০টি কোম্পানির শেয়ার দর।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G