বন্ধ হচ্ছে গর্ভ ভাড়া পেশা

প্রকাশঃ আগস্ট ২৫, ২০১৬ সময়ঃ ১:৩৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৩৯ অপরাহ্ণ

প্রতিক্ষন ডেস্কঃ

0206931

ভারতে নারীদের মাতৃগর্ভ ভাড়া করে সন্তান নেয়ার ‘সারোগেসি’ পদ্ধতি বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। কিন্তু দেশটির সরকার এ পদ্ধতিকে প্রায় পুরোপুরি নিষিদ্ধ করার জন্য নতুন আইন অনুমোদন করেছে। এরই মধ্যে সরকারিভাবে এটি বন্ধের তোড়জোড় চলছে।

শাহরুখ খান বা আমির খানের মতো বলিউড চিত্রতারকারা সারোগেসির সাহায্যে সন্তানের পিতা হয়েছেন, যদিও তারা আগে থেকেই স্বাভাবিক পদ্ধতিতে বাবা ছিলেন।

তুষার কাপুরের মতো চিত্রতারকাও সারোগেসির সাহায্যে বাবা হয়ে নিজেকে সিঙ্গল ফাদার হিসেবে ঘোষণা করেছেন। নতুন আইন পাস হলে এরা কেউই এভাবে তাদের স্বপ্ন পূরণ করতে পারবেন না।

ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা বুধবার সিদ্ধান্ত নিয়েছে, দেশে বাণিজ্যিকভাবে সারোগেসি করার কোনও অনুমতি দেয়া হবে না। অর্থাৎ পয়সার বিনিময়ে সন্তান ধারণের জন্য গর্ভ ভাড়া দেয়া বন্ধ করে দেয়া হবে। খবর বিবিসির।

নিঃসন্তান দম্পতি প্রয়োজনে নিকট আত্মীয়দের মধ্যে থেকে সারোগেট মা নির্ধারণ করতে পারেন। তবে কোনও মতেই তাতে টাকার লেনদেন করা চলবে না। আর এই আইন অমান্য করলেই এক জনকে সর্বাধিক ১০ বছর পর্যন্ত জেল এবং নগদ ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এদিন মন্ত্রিসভার বৈঠকের পর ঘোষণা করেছেন, বাণিজ্যিক সারোগেসি পুরোপুরি নিষিদ্ধ হবে। শুধুমাত্র নি:সন্তান দম্পতি – যারা বাবা-মা হতে পারছেন না, একমাত্র তারাই সন্তানের জন্য কোনও নিকটাত্মীয়ের সাহায্য নিতে পারবেন।

তিনি আরো বলেন, যে নি:সন্তান দম্পতিদের বিয়ের পর অন্তত পাঁচ বছর কেটে গেছে তারাই এ অনুমতি পাবেন।

 

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G