বাংলাদেশে ৬ষ্ঠ ভারত মহাসাগর সম্মেলনের কৌশলগত তাৎপর্য কী হবে?

প্রকাশঃ মে ১১, ২০২৩ সময়ঃ ৮:১২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:১৪ অপরাহ্ণ

ড. শকুন্তলা ভবানী

আগামী ১২ মে থেকে ঢাকায় শুরু হতে যাচ্ছে ষষ্ঠ আন্তর্জাতিক ভারত মহাসাগর সম্মেলন, যেখানে ২৫টি দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিসহ প্রায় ১৫০ জন প্রতিনিধি অংশ নেবেন।

কোভিড-পরবর্তী পরিস্থিতি এবং চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে এবারের সম্মেলনের প্রতিপাদ্য ‘স্থিতিশীল ভবিষ্যতের জন্য শান্তি, সমৃদ্ধি ও অংশীদারিত্ব’।

সম্মেলনের উদ্বোধন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সম্মেলনে অংশগ্রহণকারী অতিথিদের সম্মানে একটি নৈশভোজেরও আয়োজন করবেন।

দুই দিনব্যাপী এ সম্মেলন সম্পর্কে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, এই সম্মেলন মূলত ভারত মহাসাগরের উপকূলীয় দেশগুলোর জন্য আয়োজন করা হলেও পরিবর্তিত বৈশ্বিক প্রেক্ষাপটে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

মরিশাসের প্রেসিডেন্ট, মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এই সম্মেলনে যোগ দেবেন। মোমেন বলেন, ভুটান, নেপাল, বাহরাইন ও সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীদের পাশাপাশি সেশেলস, শ্রীলঙ্কা ও মাদাগাস্কারের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিরা সম্মেলনে অংশ নেবেন।

ড. এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের জানান, সম্মেলনে ডি-৮, সার্ক ও বিমসটেকের প্রতিনিধিসহ প্রায় ১৫০ জন বিদেশি অতিথি অংশ নেবেন।

অংশগ্রহণকারী মন্ত্রীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় ইন্ডিয়া ফাউন্ডেশন এই সম্মেলনের আয়োজন করছে।

বাংলাদেশের মন্ত্রী বলেন, এই সম্মেলন আয়োজনের মাধ্যমে আশা করা যায়, বাংলাদেশের সঙ্গে আঞ্চলিক রাজনৈতিক অঙ্গনে ভারত মহাসাগর তীরবর্তী দেশগুলোর সঙ্গে অংশীদারিত্ব আরও জোরদার হবে।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এই সম্মেলনের আলোচনা থেকে অংশগ্রহণকারী দেশগুলো চলমান বৈশ্বিক ঘটনাবলীর প্রেক্ষাপটে ভবিষ্যতে কী ধরনের পদক্ষেপ নেবে সে সম্পর্কে ধারণা পাবে এবং বিভিন্ন সংকটময় পরিস্থিতি মোকাবেলা ও তা কাটিয়ে উঠতে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণে বাংলাদেশের জন্য সহায়ক হবে।

ইন্ডিয়ান ওশান কনফারেন্স (আইওসি) ২০১৬ সালে শুরু হয়েছিল এবং গত ছয় বছরে এটি আঞ্চলিক বিষয়ে এই অঞ্চলের দেশগুলির জন্য “ফ্ল্যাগশিপ কনসালটেটিভ ফোরাম” হিসাবে আবির্ভূত হয়েছে।

এই সম্মেলনে এই অঞ্চলের গুরুত্বপূর্ণ রাষ্ট্রগুলি এবং প্রধান সামুদ্রিক অংশীদারদের একটি অভিন্ন প্ল্যাটফর্মে একত্রিত করার চেষ্টা করা হয় যাতে এই অঞ্চলের সকলের জন্য সুরক্ষা ও প্রবৃদ্ধির জন্য আঞ্চলিক সহযোগিতার সম্ভাবনাগুলি নিয়ে আলোচনা করা যায় ।

যাইহোক, বাংলাদেশে ষষ্ঠ ভারত মহাসাগর সম্মেলন , সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে, এমন একটি সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন বাংলাদেশ সরকার সম্প্রতি আনুষ্ঠানিকভাবে একটি ‘ইন্দো-প্যাসিফিক আউটলুক’ নির্ধারণ করেছে। বাংলাদেশের সাম্প্রতিক ইন্দো-প্যাসিফিক আউটলুকের সর্বাধিক লক্ষ্য হল এই অঞ্চলে সম্পৃক্ততার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিম, ভারতের সাথে দেশের সম্পর্ক বৃদ্ধি করা, অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা এবং অন্যান্য দেশগুলির অভিন্ন সমস্যাগুলি সমাধান করা। ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজির ব্যাপক সমর্থন সত্ত্বেও, কিছু দেশ দাবি করেছে যে এটি কেবল আঞ্চলিক অস্থিতিশীলতা বৃদ্ধি, চীনের প্রবৃদ্ধি ধীর করা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি বাংলাদেশের ঝোঁককে বাড়িয়ে তুলবে। যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো ও চীনের মধ্যকার সংঘাতে বাংলাদেশ কোনো পক্ষ নিতে দ্বিধাবোধ করছে। উদাহরণস্বরূপ, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এই অঞ্চলে বাংলাদেশের ভূ-রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরার পাশাপাশি জোটনিরপেক্ষ পররাষ্ট্রনীতি হিসাবে এগিয়ে যাওয়ার লক্ষ্যগুলি তুলে ধরার জন্য একটি নতুন ইন্দো-প্যাসিফিক আউটলুক ঘোষণা করেছিল। অন্য কথায়, বাংলাদেশ সম্ভবত ইন্দো-প্যাসিফিক আউটলুকের মাধ্যমে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে তার নিজস্ব অবস্থান স্পষ্ট করবে এবং কোনও রাজনৈতিক ব্লকে যোগদানের পরিবর্তে আঞ্চলিক নেতার অবস্থান গ্রহণ করবে। এভাবে ভারত-যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে। ভারত-প্রশান্ত মহাসাগরীয় জোটের সক্রিয় সদস্য হওয়ায় বাংলাদেশ ভারত সরকারের কাছ থেকে আস্থা অর্জন করতে পারে। অন্যদিকে, বাংলাদেশ বুদ্ধিমানভাবে চীনের দুর্দশা মোকাবেলা করতে পারে কারণ এর লক্ষ্য সামরিকভাবে নয় বরং কাঠামোগতভাবে জড়িত হওয়া। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইতোমধ্যে বলেছেন, বাংলাদেশের ইন্দো-প্যাসিফিক আউটলুক ধারণার অনেকগুলোই চীনের মতো।

বাংলাদেশ মূলত ইন্দো-প্যাসিফিক অভিমুখীতার রূপরেখা তৈরি করে অন্যান্য উপকূলীয় দেশগুলির জন্য একটি উদাহরণ স্থাপন করেছে। বাংলাদেশের মতো দেশগুলো এই পদ্ধতি গ্রহণ করতে পারে কারণ এটি খুবই ভারসাম্যপূর্ণ। এর লক্ষ্য আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা জোরদার করা, সামুদ্রিক বাণিজ্যের নিরাপত্তা নিশ্চিত করা, জলবায়ু পরিবর্তন মোকাবেলা, বিনিয়োগের সুযোগ এবং অন্যান্য দেশের সাথে নতুন কৌশলগত জোট প্রবর্তন করা। আন্তর্জাতিক শৃঙ্খলা, ব্যবসা-বাণিজ্যের স্বাধীনতা, সমৃদ্ধি এবং সকল দেশের সার্বভৌম সমতা সমুন্নত রাখার মাধ্যমে তাদের দৃষ্টিভঙ্গি একটি উন্মুক্ত, অবাধ ও ন্যায্য ইন্দো-প্যাসিফিক অঞ্চলের লক্ষ্যকে এগিয়ে নিতে সহায়তা করে। এ ছাড়া বাংলাদেশ বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধির মাধ্যমে অর্থনীতিকে চাঙ্গা করতে চায়। বিশেষ করে সরকারি বিনিয়োগ এবং প্রযুক্তিগত নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে।

গত কয়েক বছরে পৃথিবী নাটকীয়ভাবে পরিবর্তিত হয়েছে। যখন ব্লকটি গঠিত হয়েছিল, আঞ্চলিক এবং বৈশ্বিক রাজনৈতিক দৃশ্যপট তুলনামূলকভাবে শান্তিপূর্ণ এবং সামঞ্জস্যপূর্ণ ছিল। চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, রাশিয়া এবং ইউরোপীয় ইউনিয়নের স্বার্থের সংঘাত ন্যূনতম ছিল। এটি এমন একটি সময় ছিল যখন বহুমেরুতা তাদের অন্তর্নিহিত প্রতিযোগিতা সত্ত্বেও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটি ইতিবাচক পরিবেশ উপভোগ করেছিল। আজ, বিশ্ব ধীরে ধীরে মেরুকরণ এবং ক্ষমতা, সম্পদ এবং আধিপত্যের ইস্যুতে বিভক্ত হয়ে পড়েছে। কোয়াড-চীন সংঘাত এবং ইউক্রেন যুদ্ধ চীন ও রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমাদের কৌশলগত দৃষ্টিভঙ্গির চূড়ান্ত পরীক্ষা।

এই প্রেক্ষাপটে ভারত দক্ষিণ এশিয়া ও ভারত মহাসাগরীয় অঞ্চলে ‘নেট সিকিউরিটি প্রোভাইডার’-এর ধারণাপ্রচার করে আসছে । চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই), চতুর্ভুজ নিরাপত্তা সংলাপ (কোয়াড), ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি (আইপিএস), ইন্দো-প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক (আইপিইএফ) এবং অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্রের (ইউকেইউএস) মতো নতুন কৌশলগত ও নিরাপত্তা উদ্যোগের মাধ্যমে ভারত মহাসাগরীয় অঞ্চলের ভূ-রাজনীতি এখন বিকশিত হচ্ছে। এ ছাড়া ভারত সাগর ভিশন (এই অঞ্চল, ভারত ও তার প্রতিবেশী সবার জন্য নিরাপত্তা ও প্রবৃদ্ধি) ঘোষণা করেছে।
সম্প্রতি ভারত মহাসাগরীয় অঞ্চলে চোরাচালান, অস্ত্র বাণিজ্য এবং মানব পাচার বৃদ্ধির ফলে জোটটি পুনরায় সক্রিয় হয়েছে। সামুদ্রিক নিরাপত্তা ও নিরাপত্তা, সন্ত্রাসবাদ ও মৌলবাদ মোকাবেলা, পাচার ও আন্তঃদেশীয় সংগঠিত অপরাধ মোকাবেলা, সাইবার নিরাপত্তা, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তি সুরক্ষা এবং মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবেলা। ভারত-প্রশান্ত মহাসাগরীয় কৌশল এবং এই অঞ্চলে সকলের জন্য নিরাপত্তা ও প্রবৃদ্ধির মতবাদের অংশ হিসাবে ভারত মহাসাগরে সামুদ্রিক নিরাপত্তা এবং সন্ত্রাসবাদ এবং অন্যান্য অপরাধমোকাবেলা ভারতের জন্য একটি ফোকাস ক্ষেত্র হিসাবে আবির্ভূত হয়েছে।

এই গ্রুপের প্রধান কাজ হবে সমুদ্র এলাকায় নিরাপত্তা বজায় রাখা এবং মানব পাচার ও চোরাচালান বন্ধ করা। জোটের সদস্যরা পারস্পরিক মানবিক সহায়তা প্রদানেও কাজ করতে পারে। এ লক্ষ্যে তারা আগামী এক বছরের জন্য তাদের নৌবাহিনী ও কোস্ট গার্ডকে পারস্পরিক প্রশিক্ষণ প্রদান করবে। সদস্য দেশগুলির নৌ মহড়া পরিচালনা করা উচিত যা আইওআরের জন্য একটি মাইলফলক হবে।

বাংলাদেশ তার অংশগ্রহণ থেকে যে সব লাভ আশা করতে পারে তা হলো সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা। বাংলাদেশকে অবশ্যই দক্ষিণ এশিয়া, বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরীয় অঞ্চলের ক্রমবর্ধমান কৌশলগত গতিশীলতা পুনর্মূল্যায়ন করতে হবে। বিশেষ করে বাংলাদেশের ত্রিমুখী ভারসাম্য বিবেচনায় চীন, ভারত ও যুক্তরাষ্ট্রের পরস্পরবিরোধী দৃষ্টিভঙ্গি ও কৌশল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ভারত মহাসাগর বিভিন্ন কারণে তার কৌশলগত তাৎপর্য পায়। এটি বহু বছর ধরে এশিয়ান, ইউরোপীয় এবং আফ্রিকান রাষ্ট্রগুলির জন্য একটি দুর্দান্ত সামুদ্রিক রুট ছিল। ভারত মহাসাগরকে সামুদ্রিক সংযোগ প্রকল্পের কেন্দ্র হিসাবে বিবেচনা করা হয়েছে। চীনের ‘স্ট্রিং অব পার্লস’ এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) প্রকল্প এবং ভারতের ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট প্রজেক্ট (আইএনএসটিপি) এই মহাসাগরের মধ্য দিয়ে যায়। এমনকি মার্কিন সরকার ভারত মহাসাগরকে অন্তর্ভুক্ত করার জন্য এশিয়া প্রশান্ত মহাসাগর থেকে ইন্দো প্রশান্ত মহাসাগরে তার কৌশল পরিবর্তন করেছে। জাপান ও ভারতের প্রস্তাবিত ‘কটন রুট’ একটি বড় ইস্যু যা বিবেচনায় নেওয়া যেতে পারে। জাপান-ভারত-বাংলাদেশ কৌশলগত ত্রয়ীও সাম্প্রতিক সময়ে বিবেচনার বিষয়।

তবে কিছু সমস্যাও আছে। আন্তঃদেশীয় অপরাধ যেমন অবৈধ মাদক ব্যবসা, অস্ত্র ও মানব পাচার ইস্যু, জলদস্যুতা, সশস্ত্র ডাকাতি, মাদক চোরাচালান, অবৈধ মাছ ধরা, সন্ত্রাসবাদ, পরিবেশগত অবক্ষয় ইস্যু। ভারত মহাসাগরকে কিছু অশুভ শক্তি নিরাপদ পথ হিসাবে ব্যবহার করেছে। ভারত মহাসাগরের রাষ্ট্রগুলি প্রতিদিন এই গুরুতর চ্যালেঞ্জগুলির মুখোমুখি হয়।
ভারত মহাসাগরের পথে ভারত ও আফগানিস্তান, ইরান থেকে অবৈধ মাদক পাচারের বিষয়টি সবারই জানা। কিছু সূত্রের মতে, ইউএনওডিসি অনুমান করেছে যে ভারতে ৫৪ শতাংশ হেরোইন দেশীয়ভাবে উত্পাদিত হয় এবং ৪৫ শতাংশ আফগানিস্তান থেকে আসে। পাকিস্তানের সাথে পশ্চিম সীমান্তের কারণে ভারত বিশেষত দক্ষিণ রুটের জন্য ঝুঁকিপূর্ণ। এই সীমান্তের নিকটে, পশ্চিম ভারতের পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যে, যেখানে অনেক হেরোইন জব্দ করা হয়। ২০১২ সালে ১০৫ কেজি মাদক জব্দ করা হয়েছিল, যা পাকিস্তান থেকে রেলপথে পাচার করা হয়েছিল। শুধু ২০১৩ সালেই ভারতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো মোট ৪,৬০৯ কেজি গাঁজা জব্দ করেছে। বিভিন্ন কর্তৃপক্ষের জব্দের মাধ্যমে সংগৃহীত তথ্য ভারতকে দক্ষিণ-পূর্ব এশিয়া, পশ্চিম আফ্রিকা এবং উত্তর আমেরিকার ট্রানজিট দেশ হিসাবে নিশ্চিত করেছে।

ভারত মহাসাগর ও ভারতের মধ্য দিয়ে মাদক ব্যবসার কারণে বাংলাদেশও উল্লেখযোগ্য সমস্যার সম্মুখীন হয়। দেশটি তার জনসংখ্যার মধ্যে অবৈধ ড্রাগ ব্যবহারে ভুগছে, যেমন ঢাকায় যেখানে আনুমানিক ২.৫ মিলিয়ন মানুষ মাদক সেবন করে। ভারত বাংলাদেশের বাজারে হেরোইনের একটি বড় সরবরাহকারী এবং এটি পশ্চিম ও পূর্ব সীমান্ত দিয়ে পাচার করা হয়। তবে এই হেরোইনের উৎপত্তি আফগানিস্তান বা ভারত থেকে হয়েছে কিনা তা স্পষ্ট নয়, কারণ এই তথ্য পর্যাপ্ত পরিমাণে সংগ্রহ করা হয়নি।

ভারত ও বাংলাদেশ উভয়ই সামুদ্রিক বাণিজ্যের উপর আরও বেশি নির্ভরশীল হয়ে উঠছে, এই দেশগুলি যথাক্রমে ৫২ মিলিয়ন মার্কিন ডলার এবং ৪৪৭ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি মূল্যের পণ্য আমদানি করছে। অতএব, কার্যকরভাবে কাজ করার জন্য তাদের বাণিজ্য নিরবচ্ছিন্ন হওয়ার জন্য এবং তাদের অর্থনীতির বিকাশের জন্য সামুদ্রিক অপরাধের অনুপস্থিতি প্রয়োজন।
বাংলাদেশ বঙ্গোপসাগরে জলদস্যুতা, অবৈধ মাছ ধরা এবং মানব পাচারের মুখোমুখি। বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ড এ অঞ্চলে বেশ সক্রিয় থাকলেও অপরাধীরা খুবই চালাক। রোহিঙ্গা সংকট পরিস্থিতি আরও খারাপ করেছে। মানবপাচারের সঙ্গে জড়িত বিভিন্ন চক্র। ভূমধ্যসাগর হয়ে সামুদ্রিক পথে মালয়েশিয়া, থাইল্যান্ড ও উত্তর আফ্রিকায় গ্রিস ও ইতালিতে (ইউরোপ) বাংলাদেশি পাচার করা হয়।

সামুদ্রিক সম্পদ
মিয়ানমার ও ভারতের অনেক জেলে বাংলাদেশের আওতাধীন এলাকায় অবৈধভাবে মাছ ধরার সঙ্গে জড়িত। সুতরাং, সামুদ্রিক সম্পদের দিক থেকে বাংলাদেশ অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়। কিছু সশস্ত্র গোষ্ঠী মুক্তিপণের জন্য বাংলাদেশি জেলেদের অপহরণ করে। মূলত সুন্দরবন অঞ্চলে মাছ ধরা অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে।

শ্রীলংকা দেশের অভ্যন্তরে হেরোইনের ব্যবহার বৃদ্ধির পাশাপাশি অন্যান্য স্থানে পাচারের জন্য একটি ট্রানজিট দেশ হয়ে উঠেছে। শ্রীলংকায় প্রবেশকারী বেশিরভাগ হেরোইন মাছ ধরার নৌকায় বা আকাশপথে আসে, প্রায়শই ভারত বা পাকিস্তান হয়ে আসে। শ্রীলংকার কর্তৃপক্ষ যে পরিমাণ জব্দ করেছে তা তুলনামূলকভাবে কম, যার অর্থ সংগৃহীত তথ্য সর্বদা নির্ভরযোগ্য নয়। পাকিস্তান, ভারত, ইরান, মালদ্বীপসহ বিভিন্ন দেশ থেকে শ্রীলঙ্কায় চোরাকারবারিরা এসেছে।

সমুদ্রে পরিবেশগত অবক্ষয় এখন সাধারণ ব্যাপার। জলবায়ু পরিবর্তন এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি অন্যান্য বিষয়গুলির মধ্যে রয়েছে। আন্তঃদেশীয় সন্ত্রাসী হুমকিকে একটি গুরুতর হুমকি হিসাবে দেখা হচ্ছে।

বাংলাদেশ নীল অর্থনীতির দিকে মনোনিবেশ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৯ সালে ইন্টার কন্টিনেন্টাল ঢাকায় ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) ‘প্রমোটিং সাসটেইনেবল ব্লু ইকোনমি- ভারত মহাসাগরের সুযোগের সর্বোত্তম ব্যবহার’ শীর্ষক তৃতীয় মন্ত্রী পর্যায়ের সম্মেলনের উদ্বোধন করেন। বাংলাদেশ, শ্রীলংকা ও ভারত এ ক্ষেত্রে একযোগে কাজ করতে পারে। এই সমস্ত রাষ্ট্রগুলি বিমসটেক এবং সার্কের মতো কিছু আঞ্চলিক প্ল্যাটফর্মের সদস্য।

শুধু বাংলাদেশ নয়, ভারত, শ্রীলংকা, মালদ্বীপএবং ভারত মহাসাগরের সব দেশই একই সমস্যার সম্মুখীন। দুর্যোগকালীন সময়ে আঞ্চলিক সহযোগিতা খুবই প্রয়োজন। অতীতে, আঞ্চলিক দেশগুলি দুর্যোগের সময় বিভিন্ন অপারেশনের মাধ্যমে একে অপরকে সহায়তা করেছিল।

এখন আয়োজক দেশ হিসেবে বাংলাদেশ এসব সমস্যা সমাধানের জন্য একটি আঞ্চলিক প্লাটফর্ম পেয়েছে। উন্নত সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য, সমস্ত আঞ্চলিক দেশগুলিকে সমস্যাগুলি মোকাবেলায় একসাথে কাজ করতে হবে। ভারত ও শ্রীলংকা এই জোটকে পূর্ণ সমর্থন দিয়েছে। তারা জোটের প্রতিটি দেশের সাথে দ্বিপাক্ষিক বা যৌথ সামরিক মহড়া করার প্রতিশ্রুতি দিয়েছে। এটি এমন একটি প্ল্যাটফর্ম। বাংলাদেশ অন্যান্য স্টেকহোল্ডারদের কাছ থেকে সহযোগিতা প্রত্যাশা করে এবং চ্যালেঞ্জ মোকাবেলায় অন্যদের সহায়তা করতে চায়।

সুতরাং, বাংলাদেশ এবং অন্যান্য অংশীদারদের জন্য সন্ত্রাসবাদ ও চরমপন্থা, মাদক, অস্ত্র ও মানব পাচারের মতো আন্তঃদেশীয় অপরাধ, মানবিক সহায়তা এবং দুর্যোগ ত্রাণ এবং সামুদ্রিক পরিবেশ রক্ষায় মনোনিবেশ করার কিছু সুযোগ রয়েছে।

 

 

ড. শকুন্তলা ভবানী

সহকারী অধ্যাপক এবং কোলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কোলকাতা অনার্স কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে দক্ষিণ এশিয়ান বিষয়ক গবেষক |

 

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G