বিজয়ের কবিতা : বিজয়ী

প্রথম প্রকাশঃ ডিসেম্বর ১০, ২০১৫ সময়ঃ ১০:৫৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:১১ অপরাহ্ণ

আবুল হোসেন

independence

কে তুমি স্পর্ধিত দর্পে কাঁপাইছ মর্ত মহারথ,

উড়াইছ গর্বে তব বিশ্বজয়ী বৈজয়ন্তীগুলি?

অগ্নি জ্বালি চূর্ণ করি জনপদ অটবী পর্বত

নিক্ষেপিছ প্রজ্ঞালীন নয়নেতে ভস্মীভূত ধূলি,

অন্তরের অন্তরীক্ষে ছায়ামগ্ন যে শক্তি শরণী,
প্রাণহীন বিজয়ীর বর্ম কারাকক্ষতলে তার
বন্দিত্বের মর্মভেদী বেদনার আর্তনাদধ্বনি
তুমি তো শোননি কভু; নিষ্পেষিত নিমগ্ন আত্মার
অস্ফুট রোদন রব শুনিলে না কভু ক্ষণতরে।

তোমার ভুবনজয়ী যুদ্ধরথ-চক্রের নির্ঘোষে
মিলিয়েছে আত্মগত অন্তরের ক্ষীণ কলরব,
বীরত্বের দর্প-বর্মে প্রতিহত চেতনা নীরব।

অশান্ত আদিম পশু তৃষ্ণায় ফুঁসিছে রুদ্ধ রোষে,
চাহিল সে ঊর্ধ্বাকাশে, বারিবিন্দু জানে না অন্তরে।

প্রতিক্ষণ/এডি/জেডএমলি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G