ব্যক্তিত্ব প্রকাশে নাকফুল

প্রকাশঃ মার্চ ২৪, ২০১৫ সময়ঃ ১২:১৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৩৩ পূর্বাহ্ণ

5যা সবার চোখে ধরা পড়ে কিন্তু আপনার ব্যক্তিত্ব প্রকাশ করে না একটুও; এমন জিনিস কি আপনি পড়বেন? উত্তর নিশ্চয় না।

তারপরও একটা কথা থেকেই যায়। যা আপনার কাছে সুন্দর মনে হচ্ছে তা সবার কাছে মনে নাও হতে পারে।

প্রশ্ন হচ্ছে তাহলে সঠিক কে, আপনি নাকি ওরা? এত জটিল ভাবনায় না গিয়ে আপনি একটু সচেতন হোন নিজেকে চেনার ব্যাপারে।

কথাটা হাস্যকর মনে হলেও একেবারেই সত্যি। যখন আপনি নিজের সবকিছু সঠিকভাবে বুঝতে পারবেন; নিজেকে চিনতে পারবেন;

তখন আপনি যা করবেন তা অন্যরাও অনুসরণ করার উপযুক্ত মনে করবে।কথা বলতে চাইছিলাম ছোট্ট একটা জিনিস; নাকফুল নিয়ে। একটা সময় ছিল যখন নারীরা বিবাহিত না অবিবাহিত এটা বোঝা যেত নাকের নাকফুল দেখে। মাঝে নাকফুল পড়ার চল প্রায় উঠেই গিয়েছিল। ফ্যাশনেবল তরুণীরা নাকফুল পরাকে স্মার্টনেসের পরিপন্থী মনে করত।

4তবে সময় বদলেছে। এখন তরুণীরা ছোট বড় নাকফুল পড়ছেন। অনেকে তো প্রতিটি পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে নাকফুল পড়েন। আগে শুধু সোনা বা রুপার নাকফুল পড়া হলেও বর্তমানে ফ্যাশন অনুষঙ্গ হিসেবে মেয়েদের কাছে হীরার নাকফুল এ জায়গাটি অনেকটা দখল করে নিয়েছে।

নাকফুলের আকার এবং মেটালের ওপর নির্ভর করে এর দাম নির্ধারণ করা হয়। যেমন শুধু সোনার নাকফুল ১৫০০ টাকা থেকে শুরু হয়।

চাইলে রেডিমেট কিনে নিতে পারেন অথবা অর্ডার দিয়ে পছন্দের ডিজাইনের নাকফুল বানিয়েও নিতে পারেন। ডায়মন্ড ওয়ার্ল্ডে হীরার নাকফুল ৪০০০ টাকা থেকে ২ লাখ টাকা পর্যন্ত পাওয়া যায়।

এবার আসি কে, কেমন নাকফুল পড়বেন। যাদের নাক ছোট আর খুব বেশি খাড়া নয়, তারা ছোট্ট এক পাথরের নাকফুল পড়লে ভালো দেখাবে।

আর যাদের নাক বড়, চোখা তাদের নাকে বড় নাকফুল বেশ মানিয়ে যায়। তবে চাইলে ছোট নাকফুলও পরতে পারেন।

সব সময় পড়তে চাইলে ছোট এক পাথরের নাকফুল ব্যবহার করতে পারেন। আর কোনো উৎসবে পোশাকের সঙ্গে মিলিয়ে বড় নাকফুল পড়তে পারেন।

শাড়ি, কামিজ, ফতুয়া এমনকি টি-শার্টের সঙ্গেও নাকফুল পড়তে পারেন। নাকফুল নারীর সৌন্দর্য অনেক বাড়িয়ে দেয়।

1অনেকেই ব্যথার ভয়ে নাক ফোঁড়াতে চান না, তারাও ইচ্ছা করলে টিপ নাকফুল পরতে পারেন। সেক্ষেত্রে দামি নাকফুল পরলে সচেতন থাকতে হবে যেন হারিয়ে না যায়।

আর যদি সাহস করতে পারেন, তবে দেরি না করে চলে যান কাছের কোনো ভালো মানের পার্লারে। ব্যথা ছাড়াই নাক ফোঁড়াতে পারবেন।

পার্লার ভেদে নাক ফোঁড়াতে ৩০০ থেকে ৫০০ টাকা নিয়ে থাকে। নাক ফোঁড়ানোর পর প্রথমে সোনার নাকফুল পরুন।

এতে ফোঁড়ানো অংশ পেকে যাওয়ার আশঙ্কা কম থাকে। রাজধানীসহ সারাদেশে সব গয়নার দোকানে নাকফুল পাওয়া যায়।

এছাড়াও আড়ং, দেশিদশের মতো ফ্যাশন হাউসগুলোতেও রয়েছে নাকফুলের বিশাল সংগ্রহ। বেছে নিন পছন্দের নাকফুল। ছোট একটি নাকফুল রাতের অন্ধকারেও চকচক করে আপনার স্বগর্ব উপস্থিতির জানান দেবে।

 

প্রতিক্ষণ/এডি/তাজিন

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G