মাথার সামনের অংশের চুল পড়ে যাচ্ছে?

প্রকাশঃ এপ্রিল ১৬, ২০১৫ সময়ঃ ২:১১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:১৮ অপরাহ্ণ

Female-hair-সৌন্দর্যের এক গুরুত্বপূর্ণ অংশ চুল। তা সে নারী বা পুরুষ যেই হোক না কেন। কিন্তু কথাই আছে না, যা আপনার কাছে অতিব মূল্যবান মনে হয়; তা নিয়ে আপনাকে দু:চিন্তায়ও পড়তে হয় সবচেয়ে বেশি।

চুল নিয়ে চিন্তার শেষ নেই। চুল পড়াও কমছে বলেতো মনে হয়না।তাই বলেতো হাত গুটিয়ে বসে থাকলেও হবে না।মাথার সামনের চুল পাতলা হয়ে যাওয়ার সমাধান কী?

চুলের মাঝখানে কিংবা ডানে-বায়ে যেখানে সিঁথি টানা হয় সেখানকার চুলগুলো অনেক পাতলা হয়ে যায় এবং সিঁথি ক্রমশ চওড়া হতে থাকে।

এর কারণ কি? এরকম হাজারও প্রশ্ন মাথায় গিজগিজ করে।

এজন্য কয়েকটি বিষয়ের উপর জোর দিতে হবে:

hair১। খুব টেনে চুল বাঁধবেন না। পিছনের দিকে টেনে চুল বাঁধলে সামনের অংশে চুল ফাঁকা হয়ে যেতে পারে। হেয়ার লাইন দুর্বল হলে এই সমস্যা হতে পারে।

২। তেল গরম করে মাথায় ম্যাসাজ করুন। তবে খুব জোরে ম্যাসাজ করবেন না। শুধুমাত্র আঙুলের ডগার সাহায্যে মাথার তালুতে সার্কুলার মোশনে ম্যাসাজ করুন। এতে মাথায় রক্ত চলাচল বাড়ে। ফলে চুল পড়া কমে, সপ্তাহে ২/৩ বার করুন।

৩। মাথার তালুতে নিয়মিত হার্বাল হেয়ার টনিক লাগান, যেটা আপনার চুলে মানিয়ে যায়। এছাড়াও কোন ভালো বিউটি সেলুনে গিয়ে ক্লিনিক্যাল স্কাল্প ট্রিটমেন্ট করতে পারেন। এটি হেয়ার গ্রোথে সাহায্য করে। আর এর সাথে নজর রাখতে হবে খাওয়ার দিকেও।

৪। অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে ভিটামিন ও মিনারেল সাপ্লিমেন্ট নিতে পারেন।

তথ্যঃ রূপ বিশেষজ্ঞ শেহনাজ হুসেন

তাজিন/প্রতিক্ষণ/এডি/শারমিন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G