মালয়েশিয়ায় ইসলামী ব্যাংকের মত-বিনিময় সভা

প্রকাশঃ এপ্রিল ১২, ২০১৭ সময়ঃ ৯:২১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:২১ পূর্বাহ্ণ

শেখ সাইদুল হাসান:

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর উদ্যোগে মালয়েশিয়ার কুয়ালালামপুরের আনকাসা হোটেলে প্রবাসী বাংলাদেশী ও এক্সচেঞ্জ হাউজের প্রতিনিধিদের সাথে মত-বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। আরাস্তু খান বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যাংকিং চ্যানেলে বৈধ উপায়ে দেশে অর্থ প্রেরণের মাধ্যমে দেশের রিজার্ভ বৃদ্ধিসহ সার্বিক উন্নয়নে প্রবাসীগণ সরাসরি অবদান রাখছেন। তিনি হুন্ডিকে দেশের অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতিকর বলে উল্লেখ করেন।  ব্যাংক ও এক্সচেঞ্জ হাউজগুলোকে প্রবাসী গ্রাহকদের জন্য ব্যাংকিং সেবার পাশাপাশি বিশেষ প্রণোদনা প্রদানের উপর তিনি গুরুত্বারোপ করেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের লেবার কাউন্সিলর সায়েদুল হক। অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট আশরাফ ইমাম, অগ্রণী এক্সচেঞ্জের প্রধান নির্বাহী মোহাম্মদ অলিউল্লাহ, এনবিএল মানি ট্রান্সফারের প্রধান নির্বাহী আকতার উদ্দিন আহমেদ, প্ল্যাসিড এক্সপ্রেসের ডাইরেক্টর মোহাম্মদ হারুনুর রশিদ, সিবিএল মানি ট্রান্সফারের প্রধান নির্বাহী মোহাম্মদ সাইদুর রহমান ও ইউএই এক্সচেঞ্জের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী রেজাউল করিমসহ প্রবাসী বাংলাদেশী এবং মালয়েশিয়ায় কর্মরত বিভিন্ন ব্যাংক ও এক্সচেঞ্জ হাউজের বিপণন বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মত-বিনিময় সভায় অংশগ্রহনকারীগণ মালয়েশিয়া থেকে হুন্ডি এবং মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে অবৈধভাবে বাংলাদেশে অর্থ প্রেরণ এবং গত কয়েক মাসে মালয়েশিয়া থেকে বাংলাদেশে রেমিটেন্স প্রেরণের সংখ্যা ও পরিমাণ উদ্বেগজনক হারে হ্রাস পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। তারা এ বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য মালয়েশিয়া ও বাংলাদেশ সরকারের প্রতি দাবি জানান।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G