মুক্তির অপেক্ষায় ‘মেয়েটি এখন কোথায় যাবে’

প্রথম প্রকাশঃ ফেব্রুয়ারি ২৮, ২০১৭ সময়ঃ ৫:১৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:১৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

meyeti 01সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের উপন্যাস অবলম্বনে অভিনেতা ও নির্মাতা নাদের চৌধুরী পরিচালিত দ্বিতীয় চলচ্চিত্র ‘মেয়েটি এখন কোথায় যাবে’। আগামী ১০ মার্চ সিনেমাটি সারা দেশে মুক্তি উপলক্ষ্যে চলছে প্রস্তুতি।

এ নিয়ে ছবির পরিচালক নাদের চৌধুরী বলেন, ‘আগামী ১০ মার্চ সিনেমাটি সারা দেশে মুক্তি পাবে। সিনেমার চাহিদা রয়েছে। বিভিন্ন হল মালিকরা সিনেমাটি নিতে আগ্রহ প্রকাশ করছেন। আশা করছি, ভালো হলগুলোতে সিনেমাটি মুক্তি দিতে পারব।’

জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘মেয়েটি এখন কোথায় যাবে’ চলচ্চিত্রে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক শাহরিয়াজ ও চিত্রনায়িকা জলি।

এতে আরোও অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, মামুনুর রশীদ, ফজলুর রাহমান বাবু, কাজী শিলা, শামীমা আক্তার বেবী। আবহ সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা। চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু।

‘মেয়েটি এখন কোথায় যাবে’ সিনেমার গল্পে দেখা যাবে জলিকে পছন্দ করেন শাহরিয়াজ। কিন্তু জলি সাড়া দেন না। শাহরিয়াজও তার পিছু ছাড়েন না। পাগল প্রেমিকের একটাই কথা, ‘তোমার যেদিন আমাকে ভালবাসতে ইচ্ছে হবে সেদিন ভালবেসো।’ একটি সময় সাড়া মিললেও তাদের মধ্যে বাধা হয়ে দাঁড়ায় ধর্ম।

ভোলাসহ রাজধানীর বিভিন্ন লোকেশনে এ সিনেমার দৃশ্যায়নের কাজ হয়েছে।

প্রতিক্ষণ/এডি/এস.আর.এস

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G