শুকিয়ে যাচ্ছে ডেড সি ( মৃত সাগর )

প্রকাশঃ জুন ২৭, ২০১৬ সময়ঃ ৪:৩২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৪৯ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

Dead Sea 02

ডেড সি বা মৃত সাগর। এর পশ্চিম তীরে রয়েছে ইজরাইল। অন্য পারে জর্ডান। ডেড সি নিয়ে রয়েছে ঐতিহাসিক ঘটনা। জলে অতিরিক্ত ঘনত্বের কারণে এখানে কেউ ডুবে যান না। আবার লবণাক্ততার কারণে কোনো মাছও বাঁচে না এই পানিতে। দুঃসংবাদ হলো, সেই মৃত সাগর নাকি দিন দিন সংকুচিত হয়ে আসছে এবং তীব্র লবণাক্ততা ও ঘনত্ব আরো ঘন হয়ে যাচ্ছে। ফলে শুকিয়ে যাচ্ছে সাগর।

Dead sea 05জানা যায়, ৩০ বছর আগে ইসরায়েলে ডেড সির তীরে তৈরি হয়েছিল এনগেডি রিসোর্ট। তখন ডেড সির পানি ছিল তার দেয়ালের গা ঘেঁষে। কিন্তু এখন এই সমুদ্র এত দ্রুত সংকুচিত হয়ে আসছে যে, তার পানি দেখতে পর্যটকদের বিশেষ ট্রেনে পাড়ি দিতে হয় প্রায় দুই কিলোমিটার। এ ছাড়া গত বছর সেখানে পর্যটকের জন্য থাকার জায়গা, দোকানসহ আরও অনেক ধরনের সুযোগ-সুবিধা ছিল। কিন্তু এখন তার কিছুই আর বলতে গেলে নেই। কারণ, পুরো এলাকায় তৈরি হচ্ছে সিল্ক হোল (বড় গর্ত)। প্রাকৃতিকভাবে তৈরি হওয়া ওইসব গর্তে দেবে যাচ্ছে ভবন।

বিষয়টি নিয়ে এক বিশেষজ্ঞ বলেন, এটি খুবই নাটকীয় ঘটনা এবং দুশ্চিন্তারও বিষয়। বিশেষ করে যারা এই সৈকতের ওপর নির্ভর করে জীবনধারণ করত, তাদের জন্য। গত কয়েক বছরে পুরো এলাকায় কয়েক হাজার চোরাবালির মতো সিংকহোলে দেবে গেছে প্রচুর স্থাপনা। ডেড সির চারপাশে হাঁটলেই ভূতত্ত্বের ব্যবহারিক দিকটি চোখে পড়ে। লবণের তৈরি মাটি পায়ের নিচে পড়ে ক্রিস্টালের মতো চূর্ণ-বিচূর্ণ হয়ে পড়ছে।

জর্ডানের পরিবেশবাদী গোষ্ঠী ইকোপিসের কর্মী সালাম আবদুুর রহমান বলেন, এ প্রকল্পে অর্থ ব্যয় করাটা যুক্তিসঙ্গত। ডেড সির সৌন্দর্যের বিষয়টি আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। আমরা মনে করি, ডেড সি হচ্ছে জীবনধারণের অবস্থার একটি নির্দেশক। এ অঞ্চলে পানিসম্পদ ব্যবস্থাপনা যে দুরবস্থার মধ্যে পড়েছে, ডেড সির সংকুচিত হয়ে আসা তারই নিদর্শন। ডেড সি রক্ষা করতে পারলে একটি ইঙ্গিত পাওয়া যাবে যে, আমরা Dead sea 01আমাদের পরিবেশের রোগ সারিয়ে তাকে সুস্থ করে তুলছি।

পবিত্র কোরআন ও ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী, খ্রিস্টপূর্ব কয়েক হাজার বছর আগে জর্ডানে একটি সম্প্রদায় বসবার করতো। যারা সমকামী ছিল। সে সময় লুত (আ.) নামে একজন নবী ছিলেন। তিনি তার জাতিকে বিকৃত এ যৌনাচার (সমকামীতা) থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে ছিলেন। কিন্তু তার জাতির লোকেরা এতে এতোটাই মত্ব হয়ে ছিল যে, নবীর কথায় তারা কোনো ভ্রুক্ষেপই করেনি। তাদের এহেন অপকর্মের কারণে ওই অঞ্চলের মাটি আল্লাহ ফেরেশতাদের দ্বারা উল্লে দেন। আর এতে তৈরি হয় ডেড সি বা মৃত সাগর। যা হাজার হাজার বছর ধরে মানুষকে লুত (আ.) এর সম্প্রদায়ের অপকর্মের কথা স্মরণ করিয়ে দিচ্ছে।

প্রতিক্ষণ/এডি/এস আর এস

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G