শ্রমিক কল্যাণ তহবিলে ওয়ালটনের ৪ কোটি টাকা

প্রকাশঃ এপ্রিল ১৯, ২০১৭ সময়ঃ ৮:০৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:০৩ অপরাহ্ণ

মিল্টন আহমেদ:

সরকারের শ্রমিক কল্যাণ তহবিলে প্রায় ৪ কোটি টাকা দিয়েছে ওয়ালটন।

মঙ্গলবার সচিবালয়ে শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুর হাতে ওয়ালটনের পক্ষ থেকে ঐ টাকার চেক হস্তান্তর করা হয়।

প্রতিমন্ত্রীর হাতে ৩ কোটি ৯৬ লাখ ২৯ হাজার ১৩১ টাকার চেক তুলে দেন ওয়ালটন গ্রুপের ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন অ্যান্ড ওয়েলফেয়ার ফান্ড ট্রাস্ট কমিটির চেয়ারম্যান ও প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান। ২০১৫-১৬ অর্থবছরের লভ্যাংশ থেকে এ টাকা প্রদান করে ওয়ালটন।

চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রম মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ড. আনিসুল আউয়াল, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল্লাহ আল মামুন এবং যুগ্ম সচিব মো. মিয়া আমিনুল ইসলাম।

ওয়ালটনের পক্ষে আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক আবুল বাশার হাওলাদার, এমদাদুল হক সরকার ও মোহাম্মদ সিরাজুল ইসলাম, সিনিয়র অপারেটিভ ডিরেক্টর মাহমুদুল হক, সিনিয়র ডেপুটি অপারেটিভ ডিরেক্টর মো. হাবিবুর রহমান ও সিনিয়র ডেপুটি ডিরেক্টর আশিক আল মামুন।

উল্লেখ্য, বাংলাদেশ শ্রম আইন ২০০৬ (সংশোধিত ২০১৩) এবং বাংলাদেশ শ্রম বিধিমালা ২০১৫-এর বিধান অনুযায়ী শ্রমিকদের কল্যাণে গঠন করা হয় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন। শ্রম আইনে প্রতি বছর লভ্যাংশের একটি অংশ সরকারের শ্রমিক কল্যাণ তহবিলে জমা দেওয়ার বিধান রয়েছে।

মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা থেকে ওয়ালটন প্রতি বছর শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে লভ্যাংশের একটি অংশ প্রদান করে আসছে। গত বছরও ঐ তহবিলে ৩ কোটি ৮ লাখ ৩৯ হাজার টাকা দিয়েছিল ওয়ালটন।

জানা গেছে, এ পর্যন্ত সরকারের শ্রমিক কল্যাণ তহবিলে জমা হয়েছে ২০৫ কোটি টাকা।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G