স্বর্গের সৌন্দর্যের খানিকটা ওয়াট রং খুন মন্দির

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৬, ২০১৬ সময়ঃ ৮:২৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:২৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

Temple_04শ্বেতহস্তির দেশ থাইল্যান্ডের বিখ্যাত একটি মন্দির ওয়াট রং খুন। মন্দিরটি শ্বেত মন্দির নামেই বেশি পরিচিত। এ বৌদ্ধ মন্দিরটি দেখে মনে হবে, স্বর্গের অপরূপ সৌন্দর্যের খানিকটা ধরা দিয়েছে বাস্তবে মানবের কারুকার্যে। মন্দিরটি ঐশ্বরিক অনুপ্রেরণার একটি উপকরণ হলেও, এটি বানিয়েছেন একজন মানব সন্তান। ১৯৯৭ সালে চালার্মচাই কোসিতপিপাত নামে এক শিল্পী এর নকশা করেন। Temple_03

মন্দিরের মর্মর পাথরের মূর্তিগুলো দেখলে মনে হবে যেন সত্যি সত্যি স্বর্গের পরী নেমে এসেছে মাটিতে। কারুকার্যময় দুর্লভ শ্বেতহস্তী। শুঁড় তুলে চেয়ে আছে দিগন্তের পানে। ধ্যানরত বুদ্ধের মূর্তি যেন যেকোনো মূহুর্তে হাতে তুলে বলে উঠবে নিজের আলোয় আলোকিত হও। এমন অবাক করা আরোও বিভিন্ন দৃষ্টিনন্দন কারুকার্য খচিত ভাস্কর্য, তোরণ, ফলক রয়েছে পুরো মন্দির জুড়ে।

চলতি বছরের মে মাসে ভূমিকম্পে মন্দিরটি প্রায় ধ্বংস হয়ে যায়। কিন্তু কোসিতপিপাত পুনরায় এর স্বর‍ূপে ফিরিয়ে আনেন। তবে এখনও কিছু ফাটলের কাজ মেরামত সম্পন্ন করা বাকি রয়েছে। তাই কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে এখানে আগত দর্শনার্থীরা শুধুমাত্র বাইরে থেকেই এই মন্দিরের ছবি তুলতে পারেন।

প্রতিক্ষণ/এডি/এসটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G