স্মৃতির ক্যাম্পাস — রাকিব হাসান

প্রথম প্রকাশঃ মার্চ ১১, ২০১৫ সময়ঃ ৯:৪৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৪৬ অপরাহ্ণ

RakibCampus

 

 

 

 

 

 

 

 

 

 

শিশির স্নাত রোদেলা সকাল, কনকনে শীতের মিষ্টি বিকাল
বোটানিক্যাল গার্ডেনের বৃষ্টির দুপুর, স্মৃতিপটে বাজায় নুপুর।

স্বঘোষিত শিল্পির বেসুরো গানে, শাটল ট্রেন আজও ছুটে চলে
মায়াবী হরিণটা এখনও চরে, ভিসি হিলের শাল বাগানে
কাটাপাহাড়ের সুইচরা পাখি, মাথার ওপর এখনও ওড়ে।

শক্ত করে হাতটি ধরে, গোল পকুর ফেলে একটু বাঁয়ে
কাঠগোলাপের ছায়ায় মধ্য দুপুর, হতাশার মোড়ে বেহালার সুর
বৈশাখী বাতাসে দোলে মে-ফুল ।

বৃষ্টি স্নাত জারুলের সৌরভ, শেষ বিকেলের ঝিলিক মাখা রোদ
শামসুন্নাহার হল, খালেদার মাঠে- জুটিরা আজও অপলক
স্বপ্নের ঘোর কাটার আগেই, বেরসিক প্রক্টর এখনও কি ডাকে !!!

চাকসুর গরম সিঙ্গাড়া, কলা অনুষদের ঝুপড়ির ধোঁয়া ওঠা চা
জমে ওঠা আড্ডা থামার আগেই, শাটলের শেষ হুইসেল বাজে
প্রাণের ক্যাম্পাস এখনও টানে …।

—১৪ই জুন ২০১৪, রাত- ১ টা, কারওয়ান বাজার

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G