নায়ক রিয়াজের হৃদয়ের কথা

প্রথম প্রকাশঃ ডিসেম্বর ৮, ২০১৫ সময়ঃ ৩:৫১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৪১ পূর্বাহ্ণ

জাহিদ বিন মনির

riaz_bg20151019220217আকাশে উড়ে বেড়ানো এক অচেনা মানুষ হঠাৎ রঙিন দুনিয়ার খোঁজ করতে লাগলেন। শুরুতে গোলক ধাঁধার চক্করে এদিক-ওদিক ঘুরলেও অবশেষে এক শান্ত বিকেলে প্রশান্ত হৃদয়ে  খুঁজে পেলেন তার মনের গলি। রঙিন দুনিয়ার এই অজানা পথিক শামুকের খোলস ছেড়ে বেরিয়ে আসতে লাগলেন শম্বুক গতিতে  তার লুকানো মুক্তার ঝাঁপি নিয়ে। এলেন, দেখলেন, জয় করলেন ঠিক এমনটা না হলেও শেষ ভালো যার সব ভালো তার; এমনটাতো বলাই যায়।  

সিনেমা জগতে আসার পেছেনের কাহিনীটা অনেকটা হতাশারই বলতে হবে। কেননা ছোটবেলায় তিনি চেয়েছিলেন স্থপতি হতে, পরে অবশ্য পরিবারের বড়দের উৎসাহে তিনি বাংলাদেশ বিমান বাহিনীতে পাইলট হিসেবে যোগ দেন। মূলত পাইলট হিসেবে তাকে  ৩০০ ঘণ্টা বিমান উড়ানোতেই সীমাবদ্ধ থাকতে হয়েছিল। কিছু ভুল বোঝাবুঝির কারণে  বিমানবাহিনী থেকে চাকরিচ্যুত হন।  এরপর নানান রঙের আর নানান মনের শহর, মানে ঢাকা শহরে পাড়ি জমান।  চাচাতো বোন চলচ্চিত্র অভিনেত্রী ববিতার হাত ধরে ১৯৯৫ সালে বাংলাদেশের চলচ্চিত্রশিল্পে একজন অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন।

৩ বার জাতীয় চলচ্চিত্র পুরষ্কার আর ৭ বার মেরিল-প্রথম আলো পুরষ্কার পাওয়া এই জনপ্রিয় অভিনেতার অভিজ্ঞতার ঝুলিতে যোগ হয়েছে দারুচিনি দ্বীপ, কি যাদু করিলা, মধুমতি, শিরি ফরহাদ, প্রাণের চেয়ে প্রিয়, দুই দুয়ারী, শ্বশুরবাড়ী জিন্দাবাদ, অজান্তে, প্রেমের তাজমহল, মনের মাঝে তুমি, নসিমন, শ্যামল ছায়া, শাস্তি, হাজার বছর ধরে, খেলাঘর, চন্দ্রগ্রহণ ও হৃদয়ের কথার মতো আলোচিত সিনেমাগুলো।

এতক্ষণে নিশ্চয় বুঝে গেছেন, কার কথা বলছি। ঠিক ধরেছেন, চিত্রনায়ক রিয়াজের কথাই বলছি। তিনি কত নামে কত চরিত্রেেই না অভিনয় করেছেন। তবে মজার ব্যাপার হলো, তিনি এক নামে অনেকবার অনেক সিনেমা করেছেন। চলুন এক ঝলকে দেখে নিই, কোন সিনেমাগুলোতে তিনি একই নাম বারবার ব্যবহার করেছেন। A88pWqEovEcL

এক নাম একাধিক চলচ্চিত্রে:

সাগর মন মানেনা, তুমি শুধু তুমি, পৃথিবী আমারে চায়না, আমি তোমারি, বিয়ের ফুল, বুক ভরা ভালবাসা, কাজের মেয়ে, মনে রেখ আমায়, হৃদয়ে লেখা নাম, ক্ষেপা বাসু, ও প্রিয়া তুমি কোথায়, লাল দরিয়া, স্বপ্নের বাসর, ছোট্ট একটু ভালবাসা, বিয়ের লগন, কি যাদু করিলা, চাঁদের মতো বউ ও লোভে পাপ পাপে মৃত্যু ।

আকাশ – হৃদয়ের বন্ধন, বাধা, তোমাকেই খুজছি, আকাশ ছোঁয়া ভালবাসা, কে আমি, ধনী গরিবের প্রেম, মন বসেনা পড়ার টেবিলে ও মন ছুঁয়েছে মন ।

অনিক – ভালবাসি তোমাকে, বিদ্রহী চারিদিকে, খবরদার, গুন্ডার প্রেম, হৃদয়ের কথা ও চিরদিন তুমি আমার ।

রাজু- বাঁচার লড়াই, মিথ্যার মৃত্যু, এরই নাম দোস্তী, ভালবাসার শত্রু ও বিদ্রোহী পদ্মা ।

তবে কিছুদিন আগে ‘কৃষ্ণপক্ষ’ চলচ্চিত্রের শুটিং স্পটে স্ট্রোক করেন চিত্রনায়ক রিয়াজ। হৃদেরাগে আক্রান্ত হয়ে বেশকিছুদিন অ্যাপোলো হাসপাতালে ভর্তি ছিলেন। এখন কিছুটা সুস্থ বলা যায়।  এরইমধ্যে প্রতিবারের মতো ফিরে এল তার জন্মদিন। সময় আর ইচ্ছে দুয়ের মিল না হওয়ায় এবারের জন্মদিনটি ঘরোয়াভাবে পালন করা হয়। 

প্রতিক্ষণ/এডি/জেবিএম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G