দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদেরকে ব্রেইল বই প্রদান

প্রথম প্রকাশঃ ডিসেম্বর ২১, ২০১৫ সময়ঃ ৯:৩৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:১৬ অপরাহ্ণ

নিজস্ব পতিবেদক

ব্রেইল বই‘স্পর্শ ব্রেইল প্রকাশনার’পক্ষ থেকে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য সহায়ক ব্রেইল বই ও অডিও সিডি প্রদান করা হয়েছে। এই বই এর মাধ্যমে কম্পিউটার অথবা মোবাইলের সঙ্গে যোগাযোগ করে টেক্সট ফাইলকে দ্রুত ব্রেইল পদ্ধতিতে কনভার্ট করে একটা যান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধীদের হাতে অনুভূতির সৃষ্টি করে।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দফতরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব বই ও অডিও সিডি হস্তান্তর করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন ঢাবির উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

উপাচার্য বলেন, স্পর্শ প্রকাশনাকে বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানাই। তাদের যে স্পর্শ তা হলো আন্তরিকতার স্পর্শ, মানবতার স্পর্শ, দেশপ্রেমের স্পর্শ। আপনারা বিশ্ববিদ্যালয় লাইব্রেরিতে ব্রেইল বই প্রদান করে এক মহৎ কাজের দৃষ্টান্ত স্থাপন করলেন, এতে দৃষ্টি প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীরা তাদের আগ্রহের বই পেয়ে অত্যন্ত উপকৃত হবে।

আরেফিন সিদ্দিক আরো বলেন, প্রতিবন্ধী মানুষের সক্ষমতা স্বাভাবিক মানুষের তুলনায় অনেক বেশি। তাদের সুযোগ দিলে সমাজে বিশেষ ভূমিকা রাখতে পারবে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবন্ধী জনগোষ্ঠীর প্রতি অত্যন্ত সংবেদনশীল।এছাড়া ব্রেইল বই দেওয়ার জন্য স্পর্শ ব্রেইল প্রকাশনা সংস্থাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও এই সংস্থা ভবিষ্যতে যৌথভাবে কাজ করবে।

এছাড়া অনুষ্ঠানে আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ,ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক সৈয়দা ফরিদা পারভীন, মুক্তিযুদ্ধ যাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, বাংলা একাডেমির পরিচালক শাহিদা, খাতুন প্রমুখ।

 

প্রতিক্ষণ/এডি/জেডএমলি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G