পাঠ্যপুস্তক উৎসব ১ জানুয়ারি

প্রথম প্রকাশঃ ডিসেম্বর ২৪, ২০১৫ সময়ঃ ৯:০৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৪৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

Bookআগামী ১ জানুয়ারি সারাদেশে পাঠ্যপুস্তক উৎসব উদযাপন করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

১ জানুয়ারি সকাল ৯টায় রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল মাঠে পাঠ্যপুস্তক দিবস উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী। ঐদিন সারাদেশে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হবে। এ উপলক্ষে দেশের সকল স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান শুক্রবার (১ জানুয়ারি) খোলা থাকবে।

শিক্ষা মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা (উপসচিব) সুবোধ চন্দ্র ঢালী বলেন, ১ জানুয়ারি পাঠ্যপুস্তক বিতরণের জন্যই স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন স্কুল খোলা থাকলেও কোনো ক্লাস হবে না।

সভায় আরো উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সোহরাব হোসাইন, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও যুগ্মসচিব এবং বিভিন্ন অধিদপ্তর প্রধান ও বোর্ডের চেয়ারম্যানরা।

এর আগে বছরের শুরুর দিন (শুক্রবার) সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষা মন্ত্রণালয় এই উৎসব ২ জানুয়ারি পালনের সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ১ জানুয়ারিতেই এই উৎসব পালনের ঘোষণা দেয়। শেষ পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয়ও একই দিনে পাঠ্যপুস্তক উৎসবের ঘোষণা দেয়।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G