যুক্তরাষ্ট্রে গ্যাস স্টেশনে বাংলাদেশি হত্যা

প্রকাশঃ জানুয়ারি ১৯, ২০১৭ সময়ঃ ৩:৩৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৩৮ অপরাহ্ণ

bdnews-pic-of-Mizan-killingযুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস সিটির এক গ্যাস স্টেশনে এক বাংলাদেশিকর্মীকে গুলি করে হত্যা করে ডাকাতির ঘটনা ঘটেছে।

স্থানীয় সময় মঙ্গলবার রাত সাড়ে ৩টায় ‘লিটল বাংলাদেশ’ সংলগ্ন ভারমন্ট স্ট্রিট ও লসফেলিজ বুলেভার্ডে ‘শেভরন গ্যাস স্টেশনে’ এ ঘটনা ঘটে।

নিহত মিজানুর রহমানের (৩২) বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের চৌধুরী পাড়ায়। রাতে ঐ গ্যাস স্টেশনে কাজ করে এমবিএ পড়ছিলেন তিনি।

হত্যাকাণ্ডের পর একদিন পেরিয়ে গেলেও ঘাতককে শনাক্ত করতে পারেনি লস অ্যাঞ্জেলেসের পুলিশ।

স্থানীয় গোয়েন্দা পুলিশের কর্মকর্তা মেগান এগুইলার সাংবাদিকদের জানান, সেদিন রাতে মিজানুরের দায়িত্ব ছিল ক্যাশ কাউন্টারে। এক ব্যক্তি এসে পিস্তল দেখিয়ে তাকে ক্যাশ বাক্স খালি করে দিতে বলে। মিজান তা করার পর সেই ব্যক্তি ক্যাশ বাক্সের আশপাশে খুঁজে সব অর্থ নেয়। এরপর মিজানের দিকে কয়েক রাউন্ড গুলি ছুড়ে গাড়ি নিয়ে চলে যায়।

গুলিবিদ্ধ মিজান ঐ অবস্থায় ৯১১-এ ফোন করেন এবং টহল পুলিশ ও অ্যাম্বুলেন্স এসে অল্প সময়ের মধ্যে তাকে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু জরুরি বিভাগে নেওয়ার কিছুক্ষণের মধ্যে মিজানের মৃত্যু হয়।

লস অ্যাঞ্জেলেস পুলিশ বলছে, খুনিকে শনাক্ত করতে সব রকমের চেষ্টা চালাচ্ছে তারা। আশপাশের ৩২টি সিসিটিভির ভিডিও পরীক্ষা করা হচ্ছে।

ঐ গ্যাস স্টেশনের আরেক বাংলাদেশি কর্মী জানান, মিজান ছিলেন মা-বাবার একমাত্র ছেলে। তার বাবা মো. রফিক মিয়া একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। আর মা সুলতানা বেগম একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ান।

প্রতিক্ষণ /এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G