মিনহাজুল ইসলাম তুহিন, চবি প্রতিনিধি :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বাংলা নববর্ষ উদযাপনে ভুভুজেলা ও মুখোশ বিক্রি এবং বহন করা নিষিদ্ধ করেছে চবি প্রশাসন । এছাড়া বৈশাখী মেলায় বড় ব্যাগও বহন করতে পারবে না কেউ।
সোমবার বিকেলে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রক্টর মো. আলী আজগর চৌধুরী।
তিনি সকলকে নিয়মের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার অনুরোধ করে বলেন, ‘পহেলা বৈশাখের দিন ক্যাম্পাসে মুখোশ ও ভুভুজেলা এ দুটির ব্যবহার ও বিক্রি নিষিদ্ধ থাকবে। এছাড়া মেলায় কেউ বড় ব্যাগ বহন করতে পারবে না।’
এবার বৈশাখ উদযাপনের প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে ‘জঙ্গিবাদ নির্মূলে শাণিত বৈশাখ’।
এদিকে পহেলা বৈশাখ উদযাপনে ব্যাপক প্রস্তুতি নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এবারের পহেলা বৈশাখ উপলক্ষ্যে চবিতে সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে একটি মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হতে যাচ্ছে । এছাড়া দিনব্যাপী বলি খেলা, লাঠি খেলা, পুতুল নাচ, হাডুডু, সাংস্কৃতিক অনুষ্ঠান, বাউল গান ও লোকজ মেলাও অনুষ্ঠিত হবে।
প্রতিক্ষণ/এডি/সাই