নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত পরীক্ষার তিনটি বিভাগের তারিখ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের তথ্য ও ফটোগ্রাফী দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ:
চ.বি. ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ৩য় বর্ষ বিবিএ (ফাইনাল)-২০১৩ এর কোর্স নং-৩০২ এর পরীক্ষা ২৮.২.২০১৫ তারিখ সকাল ১০ টা থেকে এবং ৩য় সেমিস্টার (ফাইনাল)-২০১৫ এর কোর্স নং-২০১ এর পরীক্ষা ২৮.২.২০১৫ তারিখ দুপুর ১২.১৫ মি. থেকে শুরু হবে।
পদার্থ বিদ্যা বিভাগ:
চ.বি. পদার্থ বিদ্যা বিভাগের ২০১৩ সালের ১ম বর্ষ বি.এস-সি. অনার্স (বিশেষ) কোর্স নং-১০৫ এর স্থগিতকৃত পরীক্ষাটি আগামী ১ মার্চ ২০১৫ তারিখ সকাল ১০ টায় শুরু হবে।
আরবী বিভাগ:
চ.বি. আরবী বিভাগের ২০১৪ সালের ৩য় বর্ষ বি.এ. অনার্স-এর স্থগিত কোর্স নং-৩০৬ থেকে ৩১০ এর পরীক্ষাসমূহ আগামী ৭.৩.২০১৫ থেকে ২৮.৩.২০১৫ পর্যন্ত প্রতিদিন সকাল ১০ টা থেকে শুরু হবে।
প্রতিক্ষণ/এডি/রুবেল