জাবি প্রতিনিধি
‘বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বেতন বৈষম্য দূরীকরণ ও মর্যাদা রক্ষার দাবিতে’ বিশ্ববিদালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহবানে জাবি শিক্ষকরা এ কর্মবিরতি পালন করবে বলে জানান জাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো: খবির উদ্দিন।
রবিবার সন্ধ্যায় সাংবাদিকদের তিনি আরো বলেন, ‘বেতন কাঠামোর গেজেটে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বাদ দিয়ে বিদ্যমান সুযোগ-সুবিধা কমানো হয়েছে।এতে শিক্ষকদের মর্যাদাহানি হয়েছে। তাই আমরা মনে করি সরকারের শুভ বুদ্ধির উদয় হবে। আমদের দাবি অতি দ্রুত মেনে নিবে।তাই কাল থেকে অনির্দিষ্টকালের সর্বাত্মক কর্মবিরতি পালন করবো’।
দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এ কর্মসূচী চলবে। কর্মবিরতি চলাকলীন সময়ে শিক্ষকরা নিয়মিত এবং সান্ধ্যকালীনসহ সবধরনের ক্লাস-পরীক্ষা নেওয়া থেকে বিরত থাকবেন বলেও জানা যায়।
এর আগে গত ২৮ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত কর্মবিরতি পালন করেছিলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
প্রতিক্ষণ/এডি/জেডএমলি