ঢাকা আসছেন মক্কা-মদিনার প্রধান দুই ইমাম

প্রকাশঃ মার্চ ৩০, ২০১৭ সময়ঃ ৯:৩৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:০৯ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

শায়খ আবদুর রহমান আস সুদাইসি ও শায়খ আলী বিন আবদুর রহমান আল হুযাইফি

বাংলাদেশে আসছেন পবিত্র মসজিদুল হারামের ইমাম ড. শায়খ আবদুর রহমান আস সুদাইসি ও মদিনা শরীফের মসজিদে নববীর সিনিয়র ইমাম শায়খ ড. আলী বিন আবদুর রহমান আল হুযাইফিসহ ৬ সদস্যের সৌদি প্রতিনিধিদল।

তাঁরা বিশেষ মেহমান হিসেবে আগামী ৬ এপ্রিল বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠেয় আলেম-ওলামা মহাসম্মেলনে যোগ দেবেন। সম্মেলনে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের (ইফাবা) ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে এই মহাসম্মেলনের আয়োজন করা হচ্ছে।

উলামা মহাসম্মেলন উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে আঃন্তমন্ত্রণালয়ের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল জলিলের সভাপতিত্বে সভায় ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফয়েজ আহমেদ ভূঁইয়া, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালসহ বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর, দপ্তর ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে ধর্মসচিব আব্দুল জলিল বলেন, উলামা মহাসম্মেলনে ইসলামিক ফাউন্ডেশনের ২ লাখ ৬০ হাজার মসজিদের ইমাম, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রের ৬৫ হাজার শিক্ষক কর্মচারী, ৯০ হাজার প্রশিক্ষিত ইমাম, ৬১ হাজার ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের সদস্যসহ কয়েক লাখ আলেম-ওলামা অংশ নেবেন বলে আশা করছি। তা ছাড়া জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ, সাংবাদিক, সরকারি কর্মকর্তা এবং ধর্মপ্রাণ মুসলমানরা এ মহাসম্মেলনে উপস্থিত থাকবেন।

উলামা মহাসম্মেলন আয়োজনের সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকরণসহ বিশেষ করে আমন্ত্রিত বিদেশি অতিথিদের যথাযথ নিরাপত্তার বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় সভায় বিভিন্ন সিদ্ধান্ত গৃহিত হয়।

প্রতিক্ষণ/এডি/সাই

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

July 2024
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
20G