বর-কনে উভয়ই রোবট! (ভিডিওসহ)

প্রকাশঃ জুন ২৯, ২০১৫ সময়ঃ ৮:২৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:২৭ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম:

-Frois_the_groom_and_Yukirin_the_bride_wore_traditional_outfits_সমকামী বিবাহ নিয়ে যখন বিশ্বজুড়ে হইচই চলছে ঠিক সেই সময়ে জাপানে অন্য রকম এক বিয়ের ঘটনা ঘটে গেল। এক রোবট আরেক রোবটকে ‘আই ডু’ বলে ‘বিবাহ’ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। বিয়ের কনে লাজুক এক রোবট, নাম তার রোবোরিন।  অন্যদিকে বর বিশাল এক ভারিক্কি যন্ত্রমানব ফরিস।

রোবট নির্মাতা টোডো তাকাউকির হাত ধরে আলোর মুখ দেখেছে কনে। জাপানি গার্ল ব্যান্ড দল একেবি৪৮-এর তারকা সংগীতশিল্পী ইউকি কাশিওয়াগির আদলে তৈরি হয়েছে এই রোবোরিন। অন্যদিকে বর ‘ফরিস’কে বানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান মায়া ডেনকি। তবে কনের মতো মিষ্টি চেহারা তাকে আর দেওয়া হয়নি।

তবে চেহারায় কী আসে যায়? দুজন ভালোবেসে এক হয়েছে এটিই অনেক বড় কথা। বিয়ের সব অনুষ্ঠানই পালন হয়েছে ঘটা করে। চুম্বন পর্ব থেকে কেক কাটা কিছুই বাদ যায়নি অনুষ্ঠানসূচি থেকে। মায়া ডেনকি নামের এক জাপানি প্রতিষ্ঠান আয়োজন করে এই বিয়ের অনুষ্ঠানের। মাসামিচি ও নোভমিচি নামের দুই ভাইয়ের গড়ে তোলা এই প্রতিষ্ঠান অদ্ভূত সব যন্ত্র, বিশেষত বাদ্যযন্ত্র নির্মাণ করে থাকে।

১০০ জন সৌভাগ্যবান অতিথি সাক্ষী হয়ে রইলেন ইতিহাসের প্রথম রোবট বিবাহ অনুষ্ঠানের। ‘সৌভাগ্যবান’ হতে অবশ্য খরচ করতে হয়েছে ১০ হাজার জাপানি ইয়েন। বর-কনের জন্য খাবার প্রযোজ্য না হলেও অতিথিদের পেটপূজার জন্য ছিল সুস্বাদু সব খাবারে ভর্তি ব্যুফে। সেই সাথে সবার একই কামনা ছিল- রোবট বর-কনে দম্পতির সুখী এক সংসারের! সূত্র: ডেইলি মেইল।

প্রতিক্ষণ/এডি/পাভেল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G