বিনোদন ডেস্ক
বাংলাদেশের অন্যতম জনপ্রিয় চিত্রনায়ক, পরিচালক ও প্রযোজক অনন্ত জলিলের ব্যবহার করা সবকিছুতেই যে আভিজাত্যের ছাপ থাকবে তাতে অস্বাভাবিকত্বের কিছু নেই। তার ড্রেস থেকে শুরু করে সবকিছুতেই আভিজাত্যে ছাপও লক্ষ্য করা যায়। তারই ধারাবাহিকতায় সম্প্রতি তিনি নতুন একটি ক্যারাভ্যান কিনেছেন।
জানা গেছে, আমেরিকার হলিউড থেকে এ ক্যারাভ্যানটি ক্রয় করেছেন তিনি। সম্পূর্ণ শীতাতপ নিয়নন্ত্রিত ক্যারাভ্যানটিতে টেলিভিশন, একটি সুপার ডিলাক্স বেড, সোফা সেট, ড্রেসিং টেবিল, কিচেন ও টয়লেটসহ শুটিং সেটে যাওয়ার মতো সব ধরনের সুবিধা রয়েছে। একজন সুপারস্টারের যা যা প্রয়োজন তা এই আমেরিকান ফোর্ড ব্রান্ডের ক্যারাভ্যানে রয়েছে। এই ক্যারাভ্যানটি এখন বিএফডিসিতে রাখা রয়েছে।
অনন্ত জলিল বর্তমানে তার পরের সিনেমা দ্য স্পাই : অগ্রযাত্রার মহানায়ক-এর প্রিপ্রোডাকশনের কাজ নিয়ে ব্যস্ত আছেন। সর্বশেষ মোস্টওয়েল কাম টু সিনেমাটি মুক্তি পায় ২০১৪ সালে।
প্রতিক্ষণ/এডি/ডিএইচ