রংধনু নদী!

প্রকাশঃ সেপ্টেম্বর ১৬, ২০১৫ সময়ঃ ৯:৫৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫৯ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

river 1দুনিয়ার আর সব নদী থেকে একেবারেই আলাদা নদীটি। ‘রংধনু নদী’ নদী নামে পরিচিত হলেও আসল নাম ক্যানো ক্রিস্টালেস। দক্ষিণ আমেরিকার লা ম্যাকারিনা শহরের উপকণ্ঠে অবস্থিত। ৫ রঙের এ নদীর উৎপত্তি হয়েছিল কলম্বিয়ার ম্যাকারিনা পর্বতশ্রেণীর দক্ষিণ পাশ থেকে।

আবার অনেকে বলে থাকেন এটি স্বর্গ থেকে বহমান নদী। আসলে এমন রঙিন নদী পৃথিবীতে বিরল। এত সুন্দর রঙের স্রোত যা না দেখলে কেউ বিশ্বাস করতে চাইবে না।

river 2

১০০ কি.মি দীর্ঘ নদীটি কলম্বিয়ার দুর্গম পাহাড়ি পথে বয়ে চলেছে। পাথর-শ্যাওলা-জলজ উদ্ভিদ ও নীল পানিতে লাল, হলুদ, সবুজ, কমলা, গোলাপি রঙের অসাধারণ এক সমারোহ ভেসে ওঠে এই নদীর পানিতে। প্রতিটা ঋতু পরিবর্তনের সঙ্গে এই নদীও সেজে ওঠে ভিন্ন রঙের সাজে।

river

সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসে রঙের এই খেলা সবচেয়ে বেশি চোখে পড়ার মতো থাকে। জলবায়ু ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় এখানে পর্যটকদের যাতায়াত বেশ কয়েক বছর বন্ধ থাকলেও ২০০৯ সাল থেকে তা আবার উন্মুক্ত করা হয়। ফলে পর্যটকরা আবারও অনন্য সুন্দর নদীটি কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছেন।

প্রতিক্ষণ/এডি/ডিএইচ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G