রাজধানীতে ঈদের জামাত

প্রকাশঃ জুলাই ১৭, ২০১৫ সময়ঃ ১:১৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:১৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

eidgha_828307000জাতীয় ঈদগাহের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। তার সাথে সাথে রাজধানীতে ৩৭৩টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল হলে জাতীয় ঈদগাহের জামাত হবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে।

এছাড়া জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রতি বছরের ন্যায় এবারও ঈদের ৫টি জামাত অনুষ্ঠিত হবে। প্রতি এক ঘণ্টা পর পর জামাত অনুষ্ঠিত হবে বায়তুল মোকাররমে।

এছাড়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন ৫৭টি ওয়ার্ডের প্রতিটিতে ৪টি করে মোট ২২৮টি এবং উত্তরের ৩৬টি ওয়ার্ডের প্রতিটিতে ৪টি করে ১৪৪টি জামাত অনুষ্ঠিত হবে।

জাতীয় ঈদগাহের জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ, মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, সংসদ সদস্যসহ বিদেশি অতিথি ও স্থানীয় মুসল্লিরা।

জাতীয় ঈদগাহের জামাতে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানাবেন ঢাকা দক্ষিণের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। এই ঈদগাহে মহিলাদের জন্য থাকছে পৃথক স্থান।

এছাড়াও গণমাধ্যমকর্মীদের চিত্র ধারণের জন্য রাখা হয়েছে পে লোডার।

এখানে এক সাথে লক্ষাধিক লোক জামাতে অংশ নিতে পারবেন।

প্রতিক্ষণ/এডি/সজল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G