রিংটোনে হিন্দী গান বন্ধের নির্দেশ

প্রকাশঃ জুলাই ৯, ২০১৫ সময়ঃ ৭:৪১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৪১ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

Supreme Court of Bangladeshমোবাইল ফোনের রিংটোন ও ওয়েলকাম টিউন হিসেবে হিন্দি গানের ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ভারত বা এই উপমহাদেশের অন্য কোনো দেশের সিনেমার গান রিংটোন হিসেবে ব্যবহার করা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার একটি রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিট আবেদনটি দায়ের করেন মিউজিক ইন্ডাস্ট্রিজ ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের পক্ষে সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। আদেশের পর মেহেদী হাসান চৌধুরী সাংবাদিকদের জানান, ভারতীয় বাংলা ও হিন্দি সিনেমার গানসহ উপমহাদেশের যে কোনো গান রিংটোন ও ওয়েলকাম টিউন হিসেবে ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

একইসঙ্গে এ গানগুলো কেন রিংটোন ও ওয়েলকাম টিউন হিসেবে ব্যবহার অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে চার সপ্তাহের রুল জারি করেছেন আদালত। এর আগে, জাতীয় সংগীতকে মোবাইল ফোনের রিংটোন হিসেবে ব্যবহারে নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট। গত ১১ মে আপিল বিভাগ ওই রায় বহাল রাখায় মোবাইল ফোনের রিংটোন হিসেবে জাতীয় সংগীত ব্যবহার করা যায় না।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

July 2024
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
20G