রোজা ভঙ্গ ও মাকরুহ হওয়ার কারণ

প্রকাশঃ জুন ২৩, ২০১৫ সময়ঃ ৮:২৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৩৬ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট

mahe-romjanচলছে রমজান মাস।মুসলমানদের কাছে এ মাস অনেক গুরুত্বের।কারণ এ মাস ইবাদতের সবচেয়ে  ভালো সময়। ভোর রাতে সেহরি খাওয়া,সন্ধ্যায় ইফতার, তারাবির নামাজসহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ও ইবাদতের মধ্যে দিয়েই মুসলমানদের এ গুরুত্বের মাস কেটে যাবে।ইসলামে মুসলমানদের জন্য রোজা রাখা ফরজ।

অসচেতনতারে কারণে  রোজা ভঙ্গ বা মাকরুহ হয়ে যেতে পারে। আসুন রোজা ভঙ্গ ও মাকরুহ হওয়ার কারণগুলো জেনে নিই।

যেসব কারণে রোজা আপনার অজান্তেই ভঙ্গ হয়ে যাবে-

ইচ্ছাকৃত বমি করলে, সুবহে সাদেকের পরে সেহরী খেলে, সূর্যাস্তের আগে ইফতার করলে, কুলি করার সময় পানি গলার ভেতর গেলে, নাকে ও কানের মধ্যে পানি গেলে,  রোজার নিয়ত না করলে, ধূমপান করলে।

যেসব কারণে আপনার রোজা মাকরুহ হয়ে যায়-

অযথা কোনো বস্তু মুখের মধ্যে রেখে চিবালে, মাজন, কয়লা বা পেষ্ট দিয়ে দাঁত পরিস্কার করলে, ফরজ গোসলের প্রয়োজন থাকা সত্ত্বেও সারা দিন গোসল না করে কাটালে, শিঙা লাগালে, রক্ত দান করলে, গিবতে লিপ্ত হলে, মারামারি বা ঝগড়া করলে, গালি দিলে।

এই সমস্ত কারণে একটি রোজার পরিবর্তে একটি রোজা রাখতে হবে। অর্থাৎ কাজা আদায় করতে হবে।তাই একটু সচেতন থাকলেই আমরা সুন্দর ভাবে রোজা আদায় করতে পারবো।

প্রতিক্ষণ/এডি/জুয়েল

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

July 2024
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
20G