লেনদেন মন্থর, সূচকে ওঠানামা,

প্রকাশঃ মার্চ ৪, ২০১৫ সময়ঃ ১১:৩২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৩২ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

dse_1_852579329দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবারে লেনদেনের শুরুতে মূল্যসূচকে ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।

ডিএসই সূত্রে জানা যায়, বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭০১ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৫৫ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৪ পয়েন্ট বেড়ে এক হাজার ১১৯ পয়েন্টে স্থির হয়।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১০৫টির, কমেছে ৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির দাম।

গত কার্যদিবস মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছিল মোট ২২১ কোটি ০২ লাখ টাকা।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে জানা যায়, বেলা ১১টায় সিএসইর সিএসসিএক্স সূচক ১৫ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৭৩৭ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৩৬ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৮৬৪ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ২৮ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৩৬৫ পয়েন্টে দাঁড়ায়।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৮৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৪০টির, কমেছে ২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির দাম।

গত কার্যদিবস মঙ্গলবার সিএসইতে লেনদেন হয়েছিল মোট ১৯ কোটি ৬৮ লাখ টাকা।

প্রতিক্ষণ/এডি/হাসান

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

October 2024
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
20G