সূচকের সঙ্গে বাড়লো লেনদেন

প্রকাশঃ সেপ্টেম্বর ২১, ২০১৫ সময়ঃ ৬:৩২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৫২ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

DSE_CSEতৃতীয় দিনের মতো মূল্য সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা ধরে রেখেছে দেশের উভয় শেয়ারবাজর। সেই সঙ্গে বেড়েছে লেনদেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় বেড়েছে ১০ পয়েন্ট। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসইএক্সেও সূচক বেড়েছে ১০ পয়েন্ট।

অপরদিকে দিন শেষে ডিএসইতে লেনদেন হয়েছে ৫শ ১৯ কোটি ৬৪ লাখ টাকা। যা আগের দিনের তুলনায় ১শ ১ কোটি ৬১ লাখ টাকা বেশি। আর সিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৯ কোটি ৫৩ লাখ টাকা। যা আগের দিনের তুলনায় বেশি ৬ লাখ টাকা।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া অর্ধেকের বেশি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। দিন শেষে ১৬৪টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের দাম বেড়েছে আগের দিনের তুলনায়। অপরদিকে দাম কমেছে ১১৪টি এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির।

অপর শেয়ারবাজার সিএসইতেও লেনদেন হওয়া ১০৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। আর দাম কমেছে ৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টি।

ডিএসইতে লেনদেনের ভিত্তিতে (টাকায়) শীর্ষ দশ কোম্পানির তালিকায় রয়েছে- কেপিসিএল, বিএসআরএম স্টিল, বেক্সিমকো ফার্মা, ইউনাইটেড এয়ার, সাইফ পাওয়ার, আমান ফিড, স্কয়ার ফার্মা, গ্রামীণফোন, লাফার্জ সুরমা সিমেন্ট ও আইডিএলসি।

বাজার পর্যালোচনায় দেখা যায়, লেনদেন শেষে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ১০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৪১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই ৩০ মূল্য সূচক আগের দিনের তুলনায় ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৫৫ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরিয়াহ্ সূচক আগের দিনের তুলনায় ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮৭ পয়েন্টে অবস্থান করছে।

প্রতিক্ষণ/এডি/ডিএইচ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

July 2024
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
20G