সূচক বাড়লেও লেনদেন কমেছে

প্রকাশঃ সেপ্টেম্বর ১৪, ২০১৫ সময়ঃ ৭:০৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:০৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

stockদেশের শেয়ারবাজারে কিছুদিন ধরে স্থিরাবস্থা দেখা যাচ্ছে। একদিন সূচক ও লেনদেন বাড়লেও অন্যদিন কমছে। আজ সোমবারও উভয় শেয়ারবাজারে মূল্যসূচক বাড়লেও লেনদেন কমেছে।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের পরিমাণ ছিল ৩২২টি কোম্পানির ১১ কোটি ৫৭ লাখ ৫৯ হাজার ৫৫০টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৪৩৭ কোটি এক লাখ ৫২ হাজার ২৬৭ টাকা, যা আগের দিনের চেয়ে ২০ কোটি ৫৩ লাখ টাকা কম। লেনদেন হওয়া ৩২২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৯টির, কমেছে ১৪২টির এবং অপরিবর্তিত ছিল ৫১টির দাম।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আজ আগের কার্যদিবসের চেয়ে ১৭.৮৯ পয়েন্ট বেড়ে ৪৭৮৬.২০ পয়েন্ট দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ মূল্যসূচক ৬.৩২ পয়েন্ট বেড়ে ১৮২৪.৯৩ পয়েন্ট এবং ডিএসইএস শরিয়াহ সূচক ৬.৩ পয়েন্ট বেড়ে ১১৭৫.৪৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ লেনদেন হয়েছে ২৭ কোটি ৮৪ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। লেনদেন হওয়া ২৫১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০১টির, কমেছে ১১৪টির ও অপরিবর্তিত ছিল ৩৬টির দাম। সিএসইর সার্বিক সূচক বেড়েছে দশমিক ৫৮ পয়েন্ট।

প্রতিক্ষণ/এডি/ডিএইচ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

July 2024
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
20G