সোনার হরফে পুনরায় লিপিবদ্ধ পবিত্র কোরআন!

প্রকাশঃ ডিসেম্বর ৫, ২০১৬ সময়ঃ ২:৫৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৪৬ অপরাহ্ণ

quran-with-gold-2পৃথিবীর সবচেয়ে পুরনো কোরআন লেখা হয়েছিল ভেড়ার চামড়ার উপর। ২০১৫ সালে সেই কোরআনের পাণ্ডুলিপির খোঁজ মেলে বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের মালখানায়।

‘প্রথম কোরআন ’-এর খোঁজ মেলায় হইচই পড়ে গিয়েছিল সে সময়। কোরআনকে পুনরায় লিপিবদ্ধ করে আবারো খবরের শিরোনামে আসলেন এই আজারবাইজানের শিল্পী তুনজালে মেমেদজাদে।

quran-with-gold1৫০মিটার স্বচ্ছ কালো সিল্কের উপর ১,৫০০ মিলিমিটার সোনা এবং রুপো দিয়ে কোরআন লিখেছেন তিনি। সময় লেগেছে প্রায় ৩ বছর।
সিল্কের উপর সোনার হরফে কোরআন এই প্রথম লেখা হল বলে জানান ৩৩ বছরের এই শিল্পী।

১১.৪ ফুট বাই ১৩ ফুট সাইজের এই কোরআনের হরফ লেখা হয়েছে সোনা এবং রুপো দিয়ে। প্রত্যেকটি হরফ নিজের হাতে লিখেছেন মেমেদজাদে। কোরআনের প্রতিটি পাতায় ফুটে উঠেছে উৎকর্ষ ইসলামীয় শিল্পকলা।

quran-with-gold3তিনি আরো জানান, কোরআন পুনরায় লিপিবদ্ধ করার জন্য তুরস্কের প্রেসিডেন্সি অব রিলিজিয়াস অ্যাফেয়ারস,অফিসিয়াল ভার্সন,দিয়ানেট কে অনুসরণ করেন । মেমেদজাদে জানান, ‘সিল্ক দিয়ে তৈরি কোরান কোনও ধর্মীয় আঘাত আনেনি। কোরআনেই সিল্কের কথা উল্লেখ রয়েছে।

 

প্রতিক্ষণ/এডি/তাজিন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

July 2024
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
20G