চট্টগ্রামের হাটহাজারীতে মসজিদের ইমামকে মারধার

প্রকাশঃ জানুয়ারি ১, ২০২৩ সময়ঃ ৩:০০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:০০ অপরাহ্ণ

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার মৌলভী পাড়া এলাকায় মাওলানা মো. নুরুল আবছার (৩৭) নামে এক মসজিদের ইমানকে মারধর করা হয়েছে। এতে ওই ইমামের হাতে পায়ে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন। এ ঘটনায় হাটহাজারী মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন মারধরের শিকার ওই ইমাম। শুক্রবার (৩০ ডিসেম্বর) রাতে তিনি থানায় অভিযোগ দায়ের করেন।

এর আগে বিকালে তাকে রাস্তায় একে পেয়ে হুমায়ুন বশর কবিরাজ ওরপে হিরু বৈদ্য সহ তিনজন তাকে মারধর করেন। এ ঘটনার পর এলাকাবাসী ওই বৈদ্যের উপর ক্ষিপ্ত রয়েছে। মাওলানা মো. নুরুল আবছার পৌরসভার মৌলভিপাড়া মসজিদের ইমাম।

এ ঘটনার পর গতকাল রাতে হাটহাজারী মাদ্রাসার মহা-পরিচালক মাওলানা ইয়াহিয়া বিষয়টি নিয়ে হাটহাজারী মডেল থানার ওসি মো. রুহুল আমিন সবুজের সাথে কথা বলেন। এসময় ওসি এ ঘটনার সুষ্ট তদন্তের আশ্বাস দেন বলে জানা গেছে।

শনিবার (৩১ ডিসেম্বর) বিকালে মাওলানা নুরুল আবছার সাংবাদিকদের বলেন, প্রতারক কবিরাজ দাবী বিভিন্ন লোকজনদেরকে হয়রানী সহ লোকজনদের নিকট থেকে প্রতারনা মূলক টাকা পয়সা আত্মসাৎ করে। আমি আমার বর্তমান ঠিকানায় মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং বিগত ১৪ বৎসর যাবৎ আমার বর্তমান ঠিকানা এলাকায় বসবাস করিতেছি। তারা চাচা-ভাতিজা এক হয়ে আমার সাথে জায়গা নিয়ে মাদ্রাসার পাশে জায়গা নিয়ে বিরোধ করতে থাকে। একপযায়ে তারা আমাকে মারধর করে।

এ ঘটনায় হাটহাজারী মডেল থানায় মৃত খলিলুর রহমানের পুত্র হুমায়ুন বশর কবিরাজ ওরপে হিরু বৈদ্য, তার ছেলে ২। মো. ইয়াছি ওরপে মুহাইর (১৮) ও হাটহাজারী পৌরসভার ২ নাম্বার ওয়ার্ডের পশ্চিম দেওয়ান নগর সংলগ্ন সন্দ্বীপ পাড়া মেঘইল্যাঘোনা এলাকার অলাতের পুত্র মো. ফারুক (২২)। এর নামে অভিযোগ দায়ের করা হয়েছে।

শনিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যার দিকে হাটহাজারী মডেল থানার ওসি মো. রুহুল আমিন সবুজ সাংবাদিকদের বলেন, একজন মাওলানাকে মারধরের বিষয়ে জেনেছি। এ ঘটনার তদন্ত করা হচ্ছে। দ্রুত এ বিষয়ৈ ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

March 2024
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
20G