আজ থেকে জাবিতে পাঁচ দিনব্যাপী সাংস্কৃতিক মেলা

প্রথম প্রকাশঃ ফেব্রুয়ারি ১০, ২০১৫ সময়ঃ ৮:২৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:২৭ পূর্বাহ্ণ

ক্যাম্পাস প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম :

জাহাঙ্গীরনগর‘ধূম্রজাল ছিঁড়ে এগিয়ে চলি সত্তার সন্ধানে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন ‘জলসিঁড়ি’ পাঁচ দিনব্যাপী সাংস্কৃতিক মেলার আয়োজন করেছে।

মেলার আহবায়ক জাহিদুল ইসলাম জাহিদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে মেলার উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।

মেলার প্রথম দিন মঙ্গলবার থাকছে আনন্দ র‌্যালি ও জলসিঁড়ির প্রযোজনায় নাটক ‘বিউটি বাজার’। ১১ ফেব্রুয়ারি ফানুস উৎসব, ১২ ফেব্রুয়ারি হিমালয় থেকে সুন্দরবন (সঙ্গীত জলসিঁড়ি), ১৩ ফেব্রুয়ারি গল্পে গল্পে গান (আমন্ত্রিত অতিথি শিল্পী) এবং ১৪ ফেব্রুয়ারি নাটক ‘প্রতিচ্ছবি’ মঞ্চস্থ হবে।

মেলা প্রতিদিন সন্ধ্যা ৭টায় মুক্তমঞ্চ ও মুক্তমঞ্চসংলগ্ন ক্যাফেটেরিয়া চত্বরে অনুষ্ঠিত হবে।

প্রতিক্ষণ/এডি/সোহেলী

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বশেষ

সর্বাধিক পঠিত

20G