প্রতিক্ষণ ডেস্ক
ভূমিকম্পের সময় আতঙ্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি আবাসিক হলে ছাদ ও উঁচু তলা থেকে লাফ দেওয়ায় অন্তত পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন। পুরোনো ভবনগুলোর বিভিন্ন জায়গায় ফাটলও দেখা গেছে।
শুক্রবার সকালে হাজী মুহাম্মদ মুহসীন হলে চারতলা থেকে লাফ দিয়ে এক শিক্ষার্থী আহত হন। একই হলে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের দুই শিক্ষার্থী দ্রুত নিচে নামতে গিয়ে লাফ দিলে তারাও আহত হন।
ঢাবি প্রতিনিধি জানান, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে এক ছাত্র দ্বিতীয় তলা থেকে লাফ দিয়ে চোট পান। কবি জসিমউদ্দিন হল ও ফজলুল হক হল থেকেও আরও কয়েকজন শিক্ষার্থীর আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
শিক্ষার্থীরা জানান, ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে কিছু হলের দেয়ালে ফাটল দেখা দেওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে দ্রুত বের হওয়ার চেষ্টা করতে গিয়ে এই পরিস্থিতির শিকার হন। আহত সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।
শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে রিখটার স্কেলে ৫.৫ থেকে ৫.৭ মাত্রার ভূমিকম্পে বাংলাদেশসহ আশপাশের কিছু অঞ্চল কেঁপে ওঠে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর ঘোড়াশাল এলাকার কাছে, ভূমিপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে।
ঢাকার বিভিন্ন এলাকায় ভবন কাঁপা, টাইলস ফেটে যাওয়া ও জিনিসপত্র পড়ে যাওয়ার মতো ঘটনাও ঘটেছে।