আবারও মেয়র হলো কুকুর

প্রকাশঃ আগস্ট ২৪, ২০১৬ সময়ঃ ১২:৩৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:২৭ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক:

SANTA MONICA, CA - JANUARY 10: Duke, The Mayor arrives at The World Dog Awards at Barker Hangar on January 10, 2015 in Santa Monica, California. (Photo by Chelsea Lauren/WireImage)

এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে সবচেয়ে জনপ্রিয় রাজনীতিক কে জানেন? না, বারাক ওবামা, হিলারি ক্লিনটন বা ডোনাল্ড ট্রাম্পও নন, সেটি হচ্ছে ডিউক নামের একটি কুকুর!

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের করমোরান্ট শহরে এবারও মেয়র নির্বাচিত হয়েছে কুকুর ডিউক। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো মেয়র হলো নয় বছর বয়সী সারমেয়টি।

গত রোববার ছুটির দিনে উৎসব মুখর পরিবেশে শহরটিতে মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে গ্রেট পাইরিনিস জাতের এ কুকুরটি নিরঙ্কুশ জয় লাভ করে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ল্যাসি নামের একটি কুকুর শুধু একটি ভোট পেয়েছে।

বলা হচ্ছে, কুকুর ডিউক সম্ভবত আমেরিকায় সবচেয়ে জনপ্রিয় রাজনীতিক। কারণ পরপর তিনবার বিপুল ভোটে মেয়র নির্বাচিত হলো সে।

কুকুরটির মালিক ডেভিড রিক বলেন, মেয়র হওয়ার কারণে ডিউকের ছবি এখন শহরের রাস্তার বিলবোর্ডে শোভা পাবে। ভোটের সময় প্রত্যেকে তার জন্য এক ডলার করে চাঁদা দিয়েছে।

করমোরান্ট শহরে কোনো মানুষ মেয়র নেই। তাই প্রতি বছর ‘করমোরান্ট ডেইজ’ নামের এক উৎসবে প্রাণীদের মধ্যে মেয়র নির্বাচনের আয়োজন করে তাঁরা। ২০১৪ সালে ডিউক প্রথমবারের মতো শহরটির মেয়র হয়। হাফিংটন পোস্ট।

প্রতিক্ষণ/এডি/একে

=====

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G